অ্যাপশহর

পাত্তা দিচ্ছিল না প্রেমিক, রাস্তায় বেরতেই ব্লেডে বুক চিরে ফালা ফালা করে দিল প্রেমিকা!

ভালবাসার নৃশংস রূপ.... সময় দিচ্ছিল না প্রেমিক.... বার বার চেষ্টা করেও শেষে ক্ষুব্ধ প্রেমিকা নিলেন ভয়ঙ্কর পদক্ষেপ... হাতে ব্লেড তুলে নিয়ে কী করলেন জানলে শিউরে উঠবেন...

Lipi 23 Jun 2021, 5:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : প্রেমিক পাত্তা না দেওয়ায় তাঁকে রাস্তায় ব্লেড মারার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। হাওড়ার বাঁকড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, জখম ওই প্রেমিকের নাম শেখ আফসার আলি। বাঁকড়ার পেয়াদাপাড়ার বাসিন্দা আফসার আলিকে পাশের পাড়ার মণ্ডলপাড়ার বাসিন্দা নাজ খাতুন নামে এক তরুণী ব্লেড মেরেছে বলে অভিযোগ। এই ঘটনায় নাজ খাতুনের দাদাকে আটক করা হয়েছে।
EiSamay.Com lover attack


পুলিশ সূত্রে খবর, পোশাক ব্যবসায়ী বছর ২১-এর আফসার আলির সঙ্গে ১৯ বছরের নাজ খাতুনের গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এলাকাবাসীও জানান, এঁদের দুজনকে প্রায়ই রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করতে দেখা যেত। কিন্তু ইদানিংকালে আফসার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। গত মঙ্গলবার রাতে শেখ আফসার আলি যখন স্থানীয় ক্লাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন, সেই সময়ই তাঁকে বটতলায় ফোন করে ডাকেন নাজ খাতুন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বচসা শুরু হয়। তারপর নাজও তাঁর দাদাকে ফোন করে ডাকে। এরপর হঠাৎই নাজ আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করেন বলে অভিযোগ। এমনকি নাজের দাদাও বোনের সঙ্গে আফসারকে ব্লেড দিয়ে আঘাত করেন বলে অভিযোগ।

প্রেমিকের সঙ্গে পাশের ঘরে অভিসারে স্ত্রী, শীৎকারে ঘুম ভাঙল স্বামীর!

আফসারের বুক এবং ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে। এরপর স্থানীয়রা তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়।
গোটা ঘটনা এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।নার্সিংহোম সূত্রে খবর, আফসারের বুকে ৫টি এবং হাতে ১০টি সেলাই হয়েছে। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর আফসার বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে নাজের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ইদানিংকালে আফসার নাজকে পাত্তা দিতেন না। তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই নাজ ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আফসারকে আক্রমণ করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল