অ্যাপশহর

সাংবাদিকতার চাকরি না ছাড়ার ‘অপরাধে’ খুন হলেন যুবতী!

উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক দোস্ত মহম্মদ জানিয়েছেন, নিহত সাংবাদিক উরুজ ইকবাল একটি উর্দু সংবাদপত্রে কাজ করতেন। মধ্য লাহোরের কিলা গুজ্জার সিং-এর কাছে সংবাদপত্রের দফতরে ঢোকার সময়েই তাঁর স্বামী দিলাওয়র আলি উরুজকে মাথায় গুলি করে হত্যা করেন।

EiSamay.Com 27 Nov 2019, 10:24 am

এই সময় ডিজিটাল ডেস্ক: স্বামীর দাবি ছিল বিনা প্রতিবাদে স্ত্রী যেন তাঁর সাংবাদিকতার চাকরি ছেড়ে দেন। কিন্তু স্বামীর এমন দাবি মেনে নেননি সাংবাদিক স্ত্রী। আর এই ‘অবাধ্যতা’-র মাশুল তাঁকে চোকাতে হল নিজের প্রাণ দিয়ে।

EiSamay.Com Female Pakistani crime reporter shot dead by husband for not quitting job
সাংবাদিকতার চাকরি না ছাড়ার ‘অপরাধে’ খুন

সোমবার স্বামীর হাতে খুন হলেন ২৭ বছর বয়সী এক পাকিস্তানি সাংবাদিক। মাত্র সাত মাস আগেই বিয়ে হয়েছিল এই দম্পতির। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সম্পর্কে চিড় ধরতে শুরু করে। FIR-এ তেমনটাই উল্লেখ করা হয়েছে।

উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক দোস্ত মহম্মদ জানিয়েছেন, নিহত সাংবাদিক উরুজ ইকবাল একটি উর্দু সংবাদপত্রে কাজ করতেন। মধ্য লাহোরের কিলা গুজ্জার সিং-এর কাছে সংবাদপত্রের দফতরে ঢোকার সময়েই তাঁর স্বামী দিলাওয়র আলি উরুজকে মাথায় গুলি করে হত্যা করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তিনি আরও জানান, উরুজের ভাই ইয়াসির ইকবালের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে।

FIR-এ ইয়াসির জানিয়েছেন সাত মাস আগে ভালোবেসেই আলিকে বিয়ে করেন তাঁর বোন। কিন্তু বিয়ের পর থেকেই সাংসারিক নানা বিষয় নিয়ে দু’জনের মধ্যে সম্পর্ক তিক্ত হতে থাকে। সেই সঙ্গে চাকরি ছাড়ার চাপও সৃষ্টি করা হয়। ইয়াসিরের অভিযোগ তাঁর বোনকে শারীরিক অত্যাচারও করতেন আলি। স্বামীর সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার পর থেকে অফিসের বিল্ডিংয়েই একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন ক্রাইম রিপোর্টার উরুজ। সিসিটিভি ফুটেজ ফরেন্সিক অ্যানালিসিসের জন্যে পাঠানো হয়েছে।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল