অ্যাপশহর

আলুর তরকারিতে না সুগারে ভোগা স্বামীর, বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠাল স্ত্রী!

রাতে আলুর তরকারি রান্না করেছিলেন স্ত্রী। কিন্তু স্বামী তা খেতে চাননি, কারণ তাঁর ডায়াবিটিস রয়েছে। আলু খেতে নিষেধ করেছেন ডাক্তার। তবে সে সব কে শুনবে। আলুর তরকারি খাবেন না বলার পরই নাকি স্বামীকে উত্তম মধ্যম খেতে হল স্ত্রীর হাতে। বেধড়ক পিটুনি খেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।

EiSamay.Com 10 Aug 2020, 1:51 pm

হাইলাইটস

  • রাতে আলুর তরকারি রান্না করেছিলেন স্ত্রী। কিন্তু স্বামী তা খেতে চাননি, কারণ তাঁর ডায়াবিটিস রয়েছে।
  • আলু খেতে নিষেধ করেছেন ডাক্তার। তবে সে সব কে শুনবে।
  • আলুর তরকারি খাবেন না বলার পরই নাকি স্বামীকে উত্তম মধ্যম খেতে হল স্ত্রীর হাতে।
  • বেধড়ক পিটুনি খেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
EiSamay.Com Diabetic man objects to potato curry, wife beats him in Ahmedabad
প্রতীকী ছবি।
এই সময় ক্রাইম ডেস্ক: রাতে আলুর তরকারি রান্না করেছিলেন স্ত্রী। কিন্তু স্বামী তা খেতে চাননি, কারণ তাঁর ডায়াবিটিস রয়েছে। আলু খেতে নিষেধ করেছেন ডাক্তার। তবে সে সব কে শুনবে। আলুর তরকারি খাবেন না বলার পরই নাকি স্বামীকে উত্তম মধ্যম খেতে হল স্ত্রীর হাতে। বেধড়ক পিটুনি খেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। গুরুতর জখম হয়ে তিনি হাসপাতালে ভর্তি। তাঁর কাঁধের হাড় ভেঙেছ।
আমদাবাদের ভাসনা এলাকার ঘটনা। থানায় স্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেছেন সরাইনগরের বাসিন্দা ৪০ বছরের হর্ষদ গোহেল। তাঁর চারটি কন্যা রয়েছে। হর্ষদের অভিযোগ, নিত্যদিন ঝগড়া বাঁধে তাঁর স্ত্রী তারা গোহেলের সঙ্গে। দিনমজুর হর্ষদের কথায়, তিনি শুক্রবার রাতে তারাকে জিগগেস করেন নৈশভোজে কী রান্না হয়েছে। তারা জানান, তিনি আলুর তরকারি রান্না করেছেন। আর সঙ্গে আছে রুটি।

FIR-এ হর্ষদ লিখেছেন, 'আমি তখনই মানতে চাইনি। তারাকে জিগগেস করি আমার শরীরের জন্য আলু ভালো নয় জেনেও কেন ও আলুর তরকারি রান্না করল। এই কথা শুনতে আমার স্ত্রীর ভালো লাগেনি। এরপরই ও আমায় হেনস্থা করতে শুরু করে।'

রাগের চোটে বুকে ক্রমাগত লাথি মদ্যপ স্ত্রীর, মৃত্যু অসহায় স্বামীর!

হর্ষদ তারার চেঁচামেচিতে জবাব দিতে গেলে তারা নাকি ছুটে গিয়ে বাথরুম থেকে একটি সাফাই করার ব্যাট নিয়ে আসেন। সেটা দিয়েই তিনি তাঁর স্বামীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। হর্ষদ প্রাণে বাঁচতে চিত্‍‌কার করতে শুরু করেন। তখন তাঁর পরিবার চিত্‍‌কার শুনে সেখানে ছুটে গিয়ে তারার হাত থেকে উদ্ধার করে হর্ষদকে।

প্রণব মুখোপাধ্যায়ের কোভিড পজিটিভ, ট্যুইটে জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি

গুরুতর জখম অবস্থায় এলিসব্রিজ এলাকায় ভিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হর্ষদকে। তাঁর ডান কাঁধের হাড় ভেঙেছে। ভিএস হাসপাতালে একটি মেডিকো লিগ্যাল কেস ফাইল করা হয়েছে। পরে ভাসনা পুলিশ মারধর করা ও স্বামীকে হেনস্থা করার অভিযোগে তারার বিরুদ্ধে মামলা দায়ের করে। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, হর্ষদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আবার বিয়ে করতে স্ত্রীকে খুন! রাগে জামাইয়ের কাটা মুণ্ড নিয়ে থানায় শ্বশুর

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর