অ্যাপশহর

'অশরীরী আত্মা' তাড়াতে ঝাড়ফুঁকের নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঝার বিরুদ্ধে

অসুস্থ মেয়ে... ওষুধে কাজ না হওয়ায় বাবার ভরসা ওঝায়... সুস্থ করে তোলার নামে ঝাড়ফুঁকের নিদান... রাতের অন্ধকারে ঝাড়ফুঁকের জন্য শ্মশানে নিয়ে গিয়ে আসলে দিনের পর দিন চলত ধর্ষণ!

EiSamay.Com 9 Aug 2021, 7:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : বর্তমান যুগেও ঝাড়ফুঁক, তুক-তাক থেকে বেরোতে পারেনি সমাজের এক শ্রেণির মানুষ। আর তারই খেসারত দিতে হয় তরুণ প্রজন্মকে। এবার শরীর অসুস্থ হওয়ায় মেয়েকে ওঝার কাছে নিয়ে যান খোদ বাবা। আর সেই সুযোগে ওঝা ওই তরুণীকে Rape করল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। যদিও একাজ করে শেষ পর্যন্ত রেহাই পায়নি ওই ওঝা। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
EiSamay.Com rape_trial_fast_track_court_1518519990


পুলিশ জানায়, ধৃত ওঝা খ্যাপা বাবা হিসাবে পরিচিত। কেতুগ্রাম থানার মোরগ্রামের বাসিন্দা বছর ৪৩-এর ওই ওঝা মঙ্গলকোটের ঝিলেরা গ্রামে ধুমকেতু তলার একটি শ্মশানে আসত। সেখানেই সে কেতুগ্রাম এলাকার ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে নানানরকম অসুস্থতায় ভুগছিলেন কেতুগ্রাম এলাকার ওই তরুণী। প্রাথমিকভাবে চিকিৎসা করিয়েও সুরাহা হয়নি। তাই তাঁর বাবা-মা ভেবে বসেন, মেয়ের উপর অশরীরী আত্মা ভর করেছে। অশরীরী আত্মা তাড়াতে শনিবার রাতে মেয়েকে মঙ্গলকোটের ঝিলেরা গ্রামের ওই শ্মশানে খ্যাপা বাবা ওঝার কাছে নিয়ে যান তরুণীর বাবা। তারপর ঝাড়ফুঁকের নামে তাঁর নজর এড়িয়ে ওই ওঝা তরুণীকে বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণী বাড়িতে গিয়ে তাঁর মা-কে গোটা বিষয়টি জানান।

টালিগঞ্জেও পর্ন চক্র! বিস্ফোরক অভিযোগ টেলি অভিনেত্রীর
এরপর রবিবার ওই ওঝার বিরুদ্ধে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা, মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত ওঝা খ্যাপা বাবাকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। সোমবার তাকে কাটোয়া আদালতে পেশ করা হয়। ওই ওঝার কঠোর শাস্তির দাবি জানিয়েছে তরুণীর পরিবার। আপাতত আদালত ওই ওঝাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, নির্যাতিতা তরুণীরও শারীরিক পরীক্ষা করায় পুলিশ। গোটা ঘটনায় মঙ্গলকোটের ঝিলেরা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল