অ্যাপশহর

মাথায় পরপর গুলি! মার্কিন মুলুকের প্রথম শিখ পুলিশ অফিসারকে হত্যায় চাঞ্চল্য

প্রকাশ্যে মার্কিন মুলুকের প্রথম শিখ পুলিশ অফিসারের উপর হামলা।

EiSamay.Com 28 Sep 2019, 6:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে মার্কিন মুলুকের প্রথম শিখ পুলিশ অফিসারের উপর হামলা। আমেরিকার টেক্সাসে শিখ পুলিশ অফিসার সন্দীপ ধালিওয়ালকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার সাইপ্রেস এলাকায় দুপুর পৌনে একটা নাগাদ গুলি চালায় দুষ্কৃতীরা।
EiSamay.Com Shot dead
প্রতীকী ছবি


হ্যারিস কাউন্টির শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, ৪২ বছরের পুলিশকর্তাকে গাড়ির ভিতরেই গুলি করা হয়। তবে স্থানীয় CCTV ক্যামেরায় দেখা গেছে, আততায়ীর সঙ্গে রাস্তায় কথা বলছিলেন ধালিওয়াল। তবে তাঁদের মধ্যে কোনও বচসা হয়নি। আততায়ীর নাম রবার্ট সলিস (৪৭) বলে জানা গেছে।

কথা বলার পর পুলিশকর্তাকে নিজের গাড়ির দিকে যেতে দেখা যায়। সে সময়ই রবার্ট তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগলে, মাটিতে লুটিয়ে পড়েন শিখ পুলিশ অফিসার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায় রবার্ট। পরে সে পুলিশের হাতে ধরা পড়ে।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল