অ্যাপশহর

শয্যাশায়ী স্বামীকে নরক যন্ত্রণা থেকে 'মুক্তি' দিতে গলার নলি কেটে খুন স্ত্রীর!

৭৬ বছর বয়সী স্বামীর গলার নলি কেটে 'খুন'-এর অভিযোগ ৭২ বয়সী বৃদ্ধা স্ত্রীয়ের বিরুদ্ধে। তিরুবনন্তপুরমের এমন এক ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। না, নৃশংসতা নয় বরং অসহায়তাই এমন সিদ্ধান্তের কারণ।

EiSamay.Com 21 Oct 2021, 10:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন অসহ্য যন্ত্রণায় চোখের সামনে কাতরাচ্ছেন স্বামী। এক নয় দুই নয়, টানা ১৫ বছর ধরে বৃদ্ধ স্বামীকে এমন অবস্থায় দেখতে দেখতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় বৃদ্ধার। নিজের প্রিয়জনকে এমনভাবে তিলে তিলে মরতে দেখে আর সহ্য করতে না পেরে নিজেই দেন নিষ্কৃতি। ছুরি দিয়ে গোপী অর্থাৎ নাজানা দাসের গলা কাটার পর নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন স্ত্রী সুমতিও।
EiSamay.Com Representative Image
প্রতীকী ছবি (সৌজন্য-পিক্সাবে)


জানা গিয়েছে, ১৫ বছর আগে স্ট্রোকে বিকল হয়ে যায় গোপীর ডান হাত। পক্ষাঘাতগ্রস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। বার্ধক্য শরীরে থাবা বসালে অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে অবস্থা। লাগাতার স্বামীর এই অসহায়তা যে আর সহ্য করতে পারছেন না, তা বারবার চিকিৎসককেও বলতেন সুমতি। কিন্তু, নিজের স্বামীকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এমন চরম পদক্ষেপ নেবেন তা কেউই ভাবেননি। স্বামীর গলায় ছুরি চালিয়েই পুকুরে ডুবে নিজেও আত্মহত্যা করতে যান তিনি। কিন্তু, উত্তেজনায় মাঝরাস্তাতেই আছাড় খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে তুলে শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পর্ন দেখতে অস্বীকার করায় শিশুকে থেঁতলে খুনের অভিযোগ ৩ নাবালকের বিরুদ্ধে

অন্যদিকে, বৃদ্ধ দম্পতির ছেলে সুনীল দাস, বাড়ি ফিরে দেখেন গলার নলি কাটা অবস্থায় পড়ে আছে তাঁর বাবা। গোটা ঘর ভেসে যাচ্ছে রক্তে। মায়ের খোঁজ করতেই জানতে পারেন সুমতির অবস্থা। জানা গিয়েছে, একটি ম্যারেজ ব্যুরো চালান সুনীল। বাড়িতে মিস্ত্রির কাজ চলায় কয়েকদিনের জন্য বাড়ির কাছেই একটি ঘর ভাড়া করে রেখেছিলেন বাবা-মাকে। এদিনই সকালে গোপী-সুমতির সঙ্গে দেখা করে খাবার আনতে গিয়েছিলেন। তার মধ্যেই ঘটে যায় এই ঘটনা।

মনুয়া কাণ্ডের পুনরাবৃত্তি! প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী

মারায়ামুট্টম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে ছেলে সুনীল দাসের ভূমিকাও। সুমতি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনাস্থলে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরই বৃদ্ধাকে গ্রেফতার করবে পুলিশ। গোপীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘর থেকে সংগ্রহ করা হয়েছে মামলা সংক্রান্ত নমুনাও।

সম্প্রতি পশ্চিমবঙ্গের ভাঙড়ে স্ত্রীয়ের বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছিল । কিন্তু, সেখানে পুলিশের প্রাথমিক তদন্তে হত্যার কারণ হিসেবে উঠে আসে বিবাহ-বহির্ভূত সম্পর্ক। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ। এমনকী অপরাধে মহিলার প্রেমিকও যুক্ত বলে অভিযোগ।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল