অ্যাপশহর

SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্কে বিপুল শূন্যপদে নিয়োগ, ইন্টারভিউ পাশ করলেই মিলবে মোটা বেতনের চাকরি

স্টেট ব্যাঙ্কে 1000-এর বেশি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। প্রার্থীরা বিশদে জেনে নিন আবেদন তথ্য।

Produced byসোমা মজুমদার | EiSamay.Com 4 Apr 2023, 8:02 pm

হাইলাইটস

  • ব্যাঙ্কে চাকরির ব্যাপক সুযোগ এসেছে।
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া।
  • প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে আবেদন করতে পারেন।
EiSamay.Com SBI Recruitment 2023
স্টেট ব্য়াঙ্কে চাকরির সুযোগ
আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য এসেছে ব্যাঙ্কে চাকরির ব্যাপক সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই বিজ্ঞপ্তিতেই বিপুল শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে আবেদন করতে পারেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 1022 শূন্য়পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী 30 এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

Ministry of Defence Recruitment 2023: প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক বিভাগে চাকরির দারুণ সুযোগ! দ্রুত করুন আবেদন
গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন জমা নেওয়া শুরু হয়েছে- গত 1 এপ্রিল
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- আগামী 30 এপ্রিল

শূন্যপদ

মোট 1022 টি শূন্যপদে নিয়োগ করা হবে। চ্যানেল ম্যানেজার, চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার এবং সাপোর্ট অফিসার পদে বিপুল শূন্যপদে নিয়োগ করা হবে।


বয়সসীমা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি পদের জন্যই প্রার্থীদের 63 বছরের মধ্যে বয়স হতে হবে। নির্দিষ্ট বয়সসীমার পরে আবেদন জমা দিলে তা গ্রাহ্য করা হবে না।

কারা আবেদন করতে পারবেন

স্টেট ব্যাঙ্ক অথবা যে কোনও অন্য সরকারি ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে পারবেন।

বেতন

চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর পদে নিযুক্ত হলে প্রার্থীরা মাসিক 36 হাজার টাকা বেতন পাবেন। অন্যদিকে, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার এবং সাপোর্ট অফিসার পদের প্রার্থীদের 41 হাজার টাকা বেতন দেওয়া হবে।

Indian Railway Recruitment 2023: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, বিপুল শূন্যপদে আবেদন করবেন কীভাবে? জানুন
নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রাথমিকভাবে প্রার্থীদের আগে আবেদনপত্রের ভিত্তিতে নির্বাচিত করা হবে এবং তারপরে তাদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে থাকবে 100 নম্বর যেখানে প্রার্থীদের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

কীভাবে আবেদন করবেন

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
লেখকের সম্পর্কে জানুন
সোমা মজুমদার
"সোমা মজুমদার 10 বছরের বেশি সময় ধরে বাংলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রিপোর্টার এবং সাব এডিটর দুটি পদেই নিজের ভূমিকা পালন করে এসেছেন। সঠিক তথ্যের মাধ্যমে পরিবেশিত তাঁর প্রতিবেদন পাঠকের কাছে সবসময়ই মনোগ্রাহী। প্রিন্ট মিডিয়ার হাত ধরে কাজ শুরু করেন সোমা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। বর্তমানে ভাইরাল,পড়াশোনা এবং চাকরি বিভাগে নিয়মিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেন সোমা। তিনি সহজ সরল ভাষায় লেখনীতে বিশ্বাসী। পাঠকদের জন্য সমসময়ই তিনি তথ্য সম্বৃদ্ধ প্রতিবেদন তুলে ধরার দায়বদ্ধ। স্থানীয় কিংবা দেশ-বিদেশের নানান ধরনের ভাইরাল বিষয় হোক কিংবা স্কুল, কলেজ থেকে শুরু করে যে কোনও পড়াশোনা সংক্রান্ত এবং চাকরির দুনিয়ায় হরেক রকম কাজের সন্ধানের হদিশ তাঁর কাছ থেকে পাঠকেরা নিয়মিত পেয়ে থাকেন। কাজের বাইরেও সোমা পড়তে ও লিখতে পছন্দ করেন। একইসঙ্গে যে কোনও ধরনের খেলাধুলায় তাঁর খুবই আগ্রহ রয়েছে। বিভিন্ন বিষয়ে জানার প্রবল আগ্রহই তাঁর লেখনীর আসল চাবিকাঠি। নিজের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার মাধ্যমে তাঁর কাজকে পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছেন। "... আরও পড়ুন

পরের খবর