অ্যাপশহর

Tata Trents: দাম উঠল 1,479 টাকা, বাজারে ব্যাপক রিটার্ন এই টাটার স্টকের!

Tata Trents এর স্টকের ব্যাপক বৃদ্ধি। সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে এই স্টক। এই শেয়ারের দাম উঠেছে 1,479 টাকা। যার ফলে খুশি বিনিয়োগকারীরা। এখন দেখার এই স্টক আগামীদিনে ভালো পারফর্ম করে কিনা।

Produced byAkash Chatterjee | EiSamay.Com 17 Aug 2022, 9:51 pm

হাইলাইটস

  • ব্যাপক বৃদ্ধি টাটা ট্রেন্টসের স্টকের।
  • 39% বৃদ্ধি এই স্টকের।
  • কোভিডের পর ঘুরে দাঁড়িয়েছে এই কোম্পানি।
EiSamay.Com Multibagger Stocks
Tata Trents ( প্রতীকী ছবি)
রাকেশ ঝুনঝুনওয়ালার ( Rakesh Jhunjhunwala) জীবনাবসান হয়েছে গত রবিবার। 62 বছর বয়সে মারা গিয়েছেন তিনি। শেয়ার বাজারে তাঁর প্রিয় স্টক ছিল টাটা গোষ্ঠীর ( Tata Group) একাধিক কোম্পানির স্টক। তার মৃত্যুর পরেও অবশ্য টাটা গোষ্ঠীর স্টকের জয়যাত্রা অব্যাহত। টাটা ট্রেন্টের ( Tata Trent) স্টক নিজেদের সর্বোচচ উচ্চতায় পৌঁছে গিয়েছে। এই স্টক বাজারে ব্যাপক রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

কত দাম হয়েছে এই স্টকের?
বোম্বে স্টক এক্সচেঞ্জে ( Bombay Stock Exchange) বা BSE- তে এই স্টকের দাম হয়েছে 1,479 টাকা। এটি ওই কোম্পানির স্টকের নিরিখে সর্বোচ্চ দাম। এর আগে ওই কোম্পানির স্টক কখনও অত দামে বিক্রি হয়নি। বেজায় খুশি বিনিয়োগকারীরা। এখন দেখার আগামীদিনেও এই স্টক এই বৃদ্ধি ধরে রাখতে পারে কিনা।

কী কারণে বৃদ্ধি এই স্টকের?

টাটা ট্রেন্টের এই স্টকের ব্যাপক বৃদ্ধির পিছনে সবথেকে বড় কারণ হল-- এই কোম্পানির পারফরম্যান্স। এই কোম্পানির পারফরম্যান্স ব্যাপক বৃদ্ধি পেয়েছে চলতি আর্থিক বছরে। গত বছর এই কোম্পানির মোট লোকসান হয়েছিল 130 কোটি টাকার। সেই তুলনায়, চলতি বছর এই কোম্পানির লাভের পরিমাণ দাঁড়িয়েছে-- 115 কোটি টাকা। এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে বাজারে। ব্যাপক রিটার্ন দিয়েছে এই কোম্পানির স্টক। যার ফলে স্বাভাবিকপভাবেই খুশি বিনিয়োগকারীরা। খুশি কোম্পানি কর্তৃপক্ষও।

Read More
: undefined


কতটা ফারাক গত বছরের তুলনায়?

গত বছর টাটা ট্রেন্টের ( Tata Trent) পারফরম্যান্স চূড়ান্ত খারাপ ছিল। কোভিড অতিমারির ( Covid Pandemic) কারণে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছিল এই সংস্থা। গতবছর এই সংস্থার অপারেশনস ( Operations) থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ ছিল 492 কোটি টাকা। বর্তমানে, এই সংস্থার মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 1032 কোটি টাকার উপর।

Read More: undefined

স্টকের দামে ব্যাপক বৃদ্ধি…

শেয়ার বাজারে ব্যাপক বৃদ্ধি এই স্টকের। 2022 সালে এই স্টকের বাজারে বৃদ্ধি 39%। শেষ পাঁচ সেশনে এই স্টকের বৃদ্ধির পরিমাণ 11%। বিপুল লাভ বিনিয়োগকারীদের।

Read More: undefined
লেখকের সম্পর্কে জানুন
Akash Chatterjee

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল