অ্যাপশহর

Windfall Tax: অশোধিত তেলে বাড়ল উইন্ডফল ট্যাক্স, বিমানের জ্বালানিতে মিলল ছাড়

অশোধিত তেল, ডিজেল ও এটিএফ -এর উপর কর নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।

Produced byকিশোর শীল | EiSamay.Com 4 Mar 2023, 5:41 pm
জ্বালানির করের ক্ষেত্রে বদল আনল কেন্দ্র। শনিবার থেকেই নয়া নিয়ম মতো ডিজেল রফতানিতে 50 পয়সা উইন্ডফল ট্যাক্স কমাল সরকার। একইসঙ্গে জেট জ্বালানি বা এটিএফের উপর থেকেও রফতানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। তবে অপরিশোধিত তেলের উপর প্রতি টনে 4350 টাকা উইন্ডফল ট্যাক্স সামান্য বৃদ্ধি করা হয়েছে। পেট্রল রফতানিতেও কোনও শুল্ক থাকবে না। জানানো হয়েছে, সরকার নির্ধারিত এই নতুন রেট 4 মার্চ থেকেই কার্যকর হবে।
EiSamay.Com Windfall Tax
অশোধিত তেলে বাড়ল উইন্ডফল ট্যাক্স (ছবি সৌজন্যে - Pexels)


2022 -এর 1 জুলাই থেকে কেন্দ্র পেট্রল ও ATF-এর উপর উইন্ডফল প্রফিট ট্যাক্স আরোপ করেছিল। কেন্দ্রের তরফে পেট্রলে প্রতি লিটারে 6 টাকা কর চাপানো হয়েছিল। অন্যদিকে ডিজেলে চাপানো হয়েছিল 13 টাকার শুল্ক। একইসঙ্গে অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের উপর টন প্রতি 23,250 টাকা উইন্ডফল প্রফিট ট্যাক্সও আরোপ করা হয়েছিল।

Petrol Diesel Price: এক সপ্তাহে সর্বোচ্চ কাঁচা জ্বালানির দর, কলকাতায় আজ পেট্রল কত?
এর আগে 16 ফেব্রুয়ারি তেল সংস্থাগুলিকে বড় ছাড় দিয়েছিল কেন্দ্র। দেশে উৎপাদিত অপরিশোধিত তেল, ডিজেল এবং এটিএফ রপ্তানির উপর উইন্ডফল প্রফিট ট্যাক্স কমিয়েছিল। সেই সময়ে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের মতো সংস্থাগুলি অপরিশোধিত তেল উৎপাদন করবে। সেক্ষেত্রে প্রতি টন 5050 টাকার পরিবর্তে প্রতি টন 4350 টাকা শুল্ক হবে। আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দামের ভিত্তিতেই প্রতি 15 দিন অন্তর এই ফি সংশোধন করা হয়।

অশোধিত তেলে বাড়ল উইন্ডফল ট্যাক্স, বিমানের জ্বালানিতে মিলল ছাড়


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে অপরিশোধিত পেট্রলিয়ামের দাম বাড়বে। স্থল থেকে এবং সমুদ্রতলের নিচ থেকে পাম্প করা অপরিশোধিত তেল পরিশোধিত হয় এবং পেট্রল, ডিজেল এবং এভিয়েশন টারবাইনের মতো জ্বালানিতে রূপান্তরিত হয়।

কেন্দ্রীয় সরকার সম্প্রতি সংসদে জানিয়েছিল, অশোধিত তেলের অভ্যন্তরীণ উৎপাদন, পেট্রল, ডিজেল ও এটিএফ -এর উপর উইন্ডফল ট্যাক্স আরোপের কারণে চলতি আর্থিক বছরে 25,000 কোটি টাকা বেশি সংগ্রহ হবে।

Amazon Pay: অ্যামাজন পে'কে 3.06 কোটি জরিমানা RBI-এর, পিছনে কোন কারণ?
কেন উইন্ডফল ট্যাক্স আরোপ করা হয়?

যখন সরকার মনে করে, তেল কোম্পানিগুলি যথেষ্টের তুলনাতেও বেশি লাভ করছে, তখন কেন্দ্র এই উইন্ডফল ট্যাক্স আরোপ করে।

জ্বালানির জ্বালায় জ্বলছে দেশ

বর্তমানে সারা দেশ জ্বালানির জ্বালায় জ্বলছে। দেশের বেশির ভাগ শহরেই পেট্রলের দাম রয়েছে 100 টাকার উপরে। আবার ডিজেলের দামও রয়েছে চড়া। গত 10 মাসেরও বেশি সময় ধরে কলকাতায় জ্বালানির দাম রয়েছে স্থির।
লেখকের সম্পর্কে জানুন
কিশোর শীল
"কিশোর শীল ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। নিজের কর্মজীবনের শুরু থেকেই ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ব্যবসা সংক্রান্ত খবরের উপর ফোকাস রেখে বর্তমানে কিশোর হয়ে উঠেছেন কর্পোরেটের ট্রেন্ডিং খবরের খনিও। পাশাপাশি ভারতীয় রেলের খবরেও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। ব্যবসার জগতের খবরের নানা ডেভলপমেন্ট ও আপডেট সম্পর্কে কিশোর হয়ে উঠেছেন বিশেষজ্ঞ। খুব সহজে জটিল বিষয়বস্তুকে পাঠকদের কাছে তুলে ধরার মতো লেখনীর প্রতিভা রয়েছে কিশোরের। গত দেড় বছরে ধরে কিশোর ব্যবসায়িক বিভাগে লেখা এবং সম্পাদনার কাজ করছেন। মার্কেটিং থেকে শুরু করে ফাইন্যান্স, লিডারশিপ থেকে শুরু করে উদ্যোক্তা- বিস্তৃত ক্ষেত্রেই তাঁর কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লেখার সময় বাদে, কিশোরের দুটি হবিও রয়েছে। নানা ধরনের বই পড়তে ভালোবাসেন কিশোর। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত- নন ফিকশন বইয়ের পাঠক সে। একইসঙ্গে দাবার চ্যালেঞ্জ তাঁকে উৎসাহিতও করে। কোনও কিছু শিখতে যে কিশোর খুবই ভালোবাসে, তা বলাই বাহুল্য। শেখার প্রতি কিশোরের আগ্রহ তাঁর কাজের ফলাফলেই স্পষ্ট। পাঠকদের সবচেয়ে আপডেট খবর, দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিশোর সর্বদাই তৈরি।"... আরও পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল