অ্যাপশহর

Tax Saving Fixed Deposits: ভালো রিটার্নের সঙ্গে মিলবে আয়কর ছাড়! জানুন এই FD স্কিমের নানা তথ্য

আয়ের পাশাপাশি আরও বেশি কর ছাড়ের সুবিধা কীভাবে পাওয়া যেতে পারে, সেই সম্পর্কেও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন থাকে। ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে লগ্নি করলে আয়কর আইনের ৮০(সি) ধারায় ছাড় পাওয়া যায়। এই স্কিম সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ নানা তথ্য জেনে নেওয়া যাক।

EiSamay.Com 18 Jan 2021, 9:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আয়করের থাবা থেকে মুক্তির পথ হাতড়াচ্ছেন? নিরাপদ ও সহজ বিকল্প কিন্তু আপনার নাগালের মধ্যে। এক্ষেত্রে যতগুলি বিকল্প আছে তার মধ্যে কর সাশ্রয়ী ফিক্সড ডিপোজিট (Tax saving fixed deposits) স্কিম পছন্দের তালিকায় সবার উপরে। কর ছাড়ের সুবিধার সঙ্গে সুরক্ষিত ও নিশ্চিত আয়ের গন্তব্য হিসেবে বিশেষজ্ঞরাও এখানে লগ্নির পরামর্শ দিয়ে থাকেন।
EiSamay.Com noney
প্রতীকী ছবি


আয়কর আইনের ৮০(সি) ধারার আওতায় একজন ব্যক্তির ক্ষেত্রে আয়কর বাঁচানোর জন্য যে সমস্ত পথের কথা বলা হয়েছে তার মধ্যে কর সাশ্রয়ী ফিক্সড ডিপোজিট আছে। এই বিশেষ ধরনের FD স্কিমে লগ্নির মাধ্যমে আয়কর দাতারা কর সাশ্রয় করতে পারেন। যে কোনও ব্যক্তি খুব সহজেই এই ধরনের FD স্কিমে লগ্নি করতে পারেন। এক্ষেত্রে ব্যাংকের শাখায় গিয়ে একটি আবেদনপত্র এবং যত টাকার আমানত করতে চান তার চেক জমা দিতে হবে। ব্যাস, এতটুকুই কাজ।

প্রতীকী ছবি


ট্যাক্স সেভিং FD ডেট লগ্নি হলেও ইকুইটি ভিত্তিক যে সমস্ত কর সাশ্রয়ী বিকল্প আছে (যেমন ELSS) তার তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ। এর পাশাপাশি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট স্কিম থেকে আয়ের অঙ্ক নিশ্চিত।

ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে লগ্নির আগে আরও যে সমস্ত পয়েন্ট জানা প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হল:
  • একজন ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার (HUF) ট্যাক্স সেভিং FD স্কিমে লগ্নির জন্য উপযুক্ত। অপ্রাপ্তবয়স্করাও কোন প্রাপ্তবয়স্কের সঙ্গে যৌথভাবে এই স্কিমে লগ্নি করতে পারেন।
  • এই স্কিমে লগ্নির ন্যূনতম অঙ্ক বিভিন্ন ব্যাংক নিজেদের মতো করে স্থির করে। তবে দেড় লক্ষ টাকার বেশি লগ্নি করা যায় না।
  • ট্যাক্স সেভিং FD স্কিমের মেয়াদ ৫ বছর।
  • ট্যাক্স সেভিং FD-তে মেয়াদ শেষের আগে আমানতের টাকা তুলে নেওয়ার সুযোগ নেই। তাছাড়া এই ধরনের FD জামানত রেখে নতুন করে ঋণ নেওয়া যায় না।
  • রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি উভয় ব্যাংকেই ট্যাক্স সেভিং FD স্কিমে লগ্নি করা যায়।
ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট সম্পর্কে সাধারণ মানুষ যে সমস্ত প্রশ্ন সচরাচর করে থাকে, তার মধ্যে কয়েকটি হল:
  1. ট্যাক্স সেভিং FD কী?
    এটি এক ধরনের FD স্কিম। এই ধরনের FD-তে আয়কর আইনের ৮০(সি) ধারা অনুসারে কর ছাড় পাওয়া যায়।
  2. পোস্ট অফিস FD কি ঝুঁকি মুক্ত লগ্নি?
    পোস্ট অফিস FD সরকারি মদতপুষ্ট। যে কারণে এগুলি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।
  3. ফিক্সড ডিপোজিটে সুদের টাকা কি মাসে মাসে পাওয়া যায়?
    FD-তে সুদের টাকা হয় মাসে মাসে অথবা ত্রৈমাসিক পাওয়া যায়।
  4. ট্যাক্স সেভার FD কি আগেই ভাঙ্গানো যায়?
    না, এই ধরনের FD ৫ বছরের জন্য লক থাকে।
  5. আইন অনুসারে কাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক?
    আয়কর আইন অনুসারে বার্ষিক ২ লক্ষ ৫০ হাজার টাকার বেশি আয় করেন এমন ৬০ বছরের কম বয়সী ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল