অ্যাপশহর

FREE-তে অতিরিক্ত মাল বহন! এবার এয়ার ইন্ডিয়া’য়

সংস্থার নয়া উদ্যোগ, অতিরিক্ত মালপত্র বহনেও মাশুল না নেওয়া।

EiSamay.Com 22 Aug 2017, 6:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ৫২ হাজার কোটি টাকার ঋণ থেকে মুক্তির রাস্তা খোঁজা চলছে। ইতিমধ্যেই সরকার তাকে বিক্রির সবুজ সংকেত দিয়ে দিয়েছে। এবার নিত্য নতুন স্কিমে গ্রাহক-সংখ্যা বাড়ানোর রাস্তা খুঁজেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার নয়া উদ্যোগ, অতিরিক্ত মালপত্র বহনেও মাশুল না নেওয়া।
EiSamay.Com you can now carry extra bags in air india flights for free
FREE-তে অতিরিক্ত মাল বহন! এবার এয়ার ইন্ডিয়া’য়


হ্যাঁ... এবার এই স্কিম ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। বিমানে একটি নির্দিষ্ট মাত্রার মালপত্রের থেকে বেশি নিয়ে যেতে চাইলে কেজি প্রতি মাশুল দিতে হয়। বিমান সংস্থাগুলিতে এই সীমা পৃথক পৃথক। যেমন ইন্ডিগো-তে ১৫ কেজি। আবার এয়ার ইন্ডিয়াতে তা ২৫ কেজি। অর্থাৎ, ২৫ কেজির অতিরিক্ত মালপত্র সঙ্গে নিয়ে যেতে চাইলে কেজি প্রতি মাশুল গুণতে হবে গ্রাহককে।

কিন্তু, লাভ বৃদ্ধির উপায় হিসেবে এবার এই পদ্ধতি নিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ২৫ কেজির পর আরও ২৫ কেজি পর্যন্ত মালপত্র বিনাপয়সায় নিয়ে যেতে পারবেন যাত্রীরা। সংস্থার ট্যুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা করা হয়েছে।
#Carrymaximum with #AI. A whopping 25kg extra baggage allowance at #NoExtraCost only with #AirIndia. #FlyAI pic.twitter.com/5zVDi4UQ8D — Air India (@airindiain) August 20,2017 এর আগে মাত্র ৪২৫ টাকায় অভ্যন্তরীণ বিমানযাত্রার ঘোষণা করেছিল এয়ার ইন্ডিয়া। পাশাপাশি আন্তর্জাতিক বিমানভাড়া ৭০০০ টাকার কম করার কথাও জানানো হয়েছিল। এবার বিমানে মালপত্র বহনে ছাড় ঘোষণা করল সংস্থা।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বিমানযাত্রায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় বিমান মন্ত্রকে। গত জুলাই মাসেই প্রতি ১০ হাজার যাত্রীতে একটি করে অভিযোগ জমা পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল