অ্যাপশহর

‘বিশ্বের সেরা প্রতিভারা কাজ না করলে Apple, IBM কোথায় থাকত!’

H-1B ভিসা নীতির সমালোচনায় মুখ খুললেন আরবিআই গভর্নর উরজিত প্যাটেল। তিনি মনে করেন, এই নীতির ফলে আখেরে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতিই।

EiSamay.Com 25 Apr 2017, 12:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: H-1B ভিসা নীতির সমালোচনায় মুখ খুললেন আরবিআই গভর্নর উরজিত প্যাটেল। তিনি মনে করেন, এই নীতির ফলে আখেরে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতিই। কারণ, প্রথমত ভালো কর্মীদের মধ্যে অনেককেই হারাবে নামী-দামি সংস্থাগুলি। উপরন্তু অনেক বেশি বেতন দিয়ে কর্মী নিয়োগের ফলে সংস্থাগুলির খরচ বৃদ্ধি পাবে।
EiSamay.Com where would apple ibm be if not for talent from across globe rbi governor urjit patel
‘বিশ্বের সেরা প্রতিভারা কাজ না করলে Apple, IBM কোথায় থাকত!’


মার্কিন ভিসা নীতি নিয়ে উরজিত বলেন, ؉‘আমার মনে হয় এখনও পর্যন্ত যা শোনা এবং দেখা যাচ্ছে সেটাই শেষ নয়। মুক্ত বাণিজ্যে গোটা বিশ্বই লাভ করেছে। এর জন্য বিভিন্ন বিদেশি সংস্থায় দক্ষ কর্মীদের অবদান অনস্বীকার্য। কোথায় থাকত অ্যাপল, সিসকো, IBM-এর মতো বহুজাতিক সংস্থাগুলি যদি সারা বিশ্বের দক্ষ কর্মীরা সেখানে কাজে যোগ না দিতেন। যদি কোনও রাষ্ট্রনীতি এর মাঝে আসে তা হলে এ সব বড় বড় সংস্থাগুলি আর্থিকভাবে এবং দক্ষ কর্মীর অভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

আরও পড়ুন: ট্রাম্প-ধাক্কায় বেসামাল ভারতীয় IT সংস্থাগুলি, দিতে হবে ৫০% বেতন!

মার্কিন ভিসা নীতির সমালোচনা করার সঙ্গে সঙ্গে মার্কিন ঘরোয়া অর্থনীতিরও পরোক্ষ সমালোচনা করেন উরজিত। ট্যাক্স, ইনকাম ট্রান্সফার এবং ডোমেস্টিক ফিসক্যাল পলিসির মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার বদলে কাস্টম ডিউটি বা বর্ডার ট্যাক্সের মতো ট্রেড ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করে এইসমস্যার সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করা হচ্ছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল