অ্যাপশহর

Wealthiest City: বিশ্বের ধনীতম সিটি নিউইয়র্ক, তালিকায় ভারতের মাত্র একটি শহর, টেক্কা দিচ্ছে চিন!

বিশ্বের সেরা ধনী শহরের তালিকায় রয়েছে চিনের দুই শহরে। ভারতের কোনও শহরই ধনীতম তালিকায় নেই।

Produced byকিশোর শীল | EiSamay.Com 21 Apr 2023, 12:27 pm
বিশ্বের সবচেয়ে ধনবান দেশগুলি যে প্রথম বিশ্বের, তা নিয়ে খুব বেশি সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। এবার বিশ্বের ধনী শহরের তালিকা এল প্রকাশ্যে। এই তালিকা সামনে এনেছে হেনলি অ্যান্ড পার্টনার্স। খুব স্বাভাবিক ভাবেই যে শহরগুলিতে সবচেয়ে বেসি ধনী ব্যক্তিরা থাকেন, সেগুলিই তালিকায় উপরের দিকে রয়েছে। একটি বিশেষ বিষয় হল, ধনী শহরের প্রথম 10-এর তালিকায় কোনও ভারতীয় শহর জায়গা পায়নি। তবে চিনের দুটি শহর এই তালিকায় প্রথম 10-এ রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকার নিউইয়র্ক সিটি। অন্যদিকে, ইউরোপীয় শহর হিসেবে একমাত্র লন্ডন এই তালিকায় জায়গা পেয়ছে। এবার দেখে নেওয়া যাক কোন শহর কত নম্বরে রয়েছে?
EiSamay.Com wealthiest cities in the world 2023 list here new york city on top check details
Wealthiest City: বিশ্বের ধনীতম সিটি নিউইয়র্ক, তালিকায় ভারতের মাত্র একটি শহর, টেক্কা দিচ্ছে চিন!


নিউ ইয়র্ক সিটি

আমেরিকার নিউ সিটি শহরে 3,40,000 কোটিপতির বাসস্থান। এছাড়া রয়েছেন 724 জন সেন্টি-মিলিয়নেয়ার ও 58 জন বিলিয়নেয়ার থাকেন। এটি বিশ্বের সবচেয়ে ধনী শহর। বিশ্বের দুটি বৃহত্তম স্টক এক্সচেঞ্জ আছে এই শহরেই। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স এবং স্টেটেন আইল্যান্ডের মতো পাঁচটি বড় শহর রয়েছে নিউ ইয়র্কের মধ্যে। (ছবি সৌজন্যে - Pixabay)

টোকিও

টোকিও শহরে মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে 290,300 জন। 250 সেন্টি-মিলিয়নেয়ার থাকেন টোকিওতে। এছাড়া এই শহরে বিলিয়নেয়ারের সংখ্যা 14 জন। এই শহরটি ধনী তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। বিশ্বের তাবড় তাবড় বড় কোম্পানি হিটাচি, হোন্ডা, মিতসুবিশি, সফটব্যাঙ্ক, সনির জোরালো উপস্থিতি রয়েছে এই শহরে। (ছবি সৌজন্যে - Pixabay)

উপসাগরীয় এলাকা

এই তালিকায় রয়েছে সান ফ্রান্সিসকো এবং সিলিকন ভ্যালি শহর। এই শহরে 2,85,000 মিলিয়নিয়ার থাকে। এই এলাকায় থাকা সেন্টি-মিলিয়নেয়ার সংখ্যা 629 জন। বিশেষ বিষয় হল এটি বিলিয়নেয়ারের সংখ্যার দিক থেকে নিউইয়র্ককেও পিছনে ফেলে দিয়েছে। এখানে বাস করেন এমন বিলিয়নেয়ারের সংখ্যা 63 জন। নিউইয়র্কে এমন বিলিয়নেয়ারের সংখ্যা 58 জন। বিশ্বের শীর্ষস্থানীয় টেক সংস্থাগুলি রয়েছে এই শহরে। সেই তালিকায় রয়েছে অ্যাডোব, অ্যাপল, সিসকো, ফেসবুক (মেটা), গুগল, এইচপি, ইন্টেল, লিঙ্কডইন, লিফট, নেটফ্লিক্স, টুইটার, উবার, ইয়াহুর মতো সংস্থা। (ছবি সৌজন্যে - Pixabay)

লন্ডন

2000 সালে মিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে লন্ডন বিশ্বের শীর্ষ শহরের তালিকায় ছিল এক নম্বর। গত 20 বছরে এটি কিছুটা নেমে গিয়েছে। লন্ডনে মিলিয়েনেয়ারের সংখ্যা 258,000 জন। সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে 384 জন ও 36 জন বিলিয়নেয়ার থাকেন এই শহরে। (ছবি সৌজন্যে - Pixabay)

সিঙ্গাপুর ও লস অ্যাঞ্জেলস

সিঙ্গাপুর ব্যবসা-বান্ধব শহর হিসেবে সুনাম পেয়েছে। সিঙ্গাপুরে বর্তমানে কোটিপতির সংখ্যা রয়েছে 2,40,100 জন। সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে 329 জন ও বিলিয়নিয়ারের সংখ্যা রয়েছে 27 জন।

লস অ্যাঞ্জেলসে মিলিয়নিয়ারের সংখ্যা রয়েছে 205,400 জন। পাশাপাশি সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে 480 জন ও বিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে 42 জন। (ছবি সৌজন্যে - Pixabay)

বেইজিং ও সাংহাই

বেইজিং শহরে কোটিপতির সংখ্যা রয়েছে 1,28,200 জন। এই শহরে সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা 354 জন ও বিলিয়নিয়ারের সংখ্যা রয়েছে 43 জন। চিনের আরও একটি শহর সাংহাইও রয়েছে ধনীতম শহরের তালিকায়। সাংহাইতে কোটিপতির সংখ্যা রয়েছে 1,27,200 জন। সেন্টি-মিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে 332 জন ও বিলিয়নেয়ারের সংখ্যা রয়েছে 40 জন। সাংহাই স্টক এক্সচেঞ্জ হল মার্কেট ক্যাপ অনুসারে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টক মার্কেট। (ছবি সৌজন্যে - Pixabay)

বেঙ্গালুরু

ভারতের কোনও শহর ধনী তালিকায় প্রথম 10 -এর মধ্যেই নেই। তবে গোটা তালিকায় স্থান পেয়েছে টেক সিটি বেঙ্গালুরু। এই শহরটি দ্রুত বর্ধনশীল ধনী শহরের তালিকায় স্থান পেয়েছে। অর্থাৎ শহরে ধনী ব্যক্তির সংখ্যা হু হু করে বাড়ছে। বেঙ্গালুরুতে টেক-খাতও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। (ছবি সৌজন্যে - Pixabay)

লেখকের সম্পর্কে জানুন
কিশোর শীল
"কিশোর শীল ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। নিজের কর্মজীবনের শুরু থেকেই ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ব্যবসা সংক্রান্ত খবরের উপর ফোকাস রেখে বর্তমানে কিশোর হয়ে উঠেছেন কর্পোরেটের ট্রেন্ডিং খবরের খনিও। পাশাপাশি ভারতীয় রেলের খবরেও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। ব্যবসার জগতের খবরের নানা ডেভলপমেন্ট ও আপডেট সম্পর্কে কিশোর হয়ে উঠেছেন বিশেষজ্ঞ। খুব সহজে জটিল বিষয়বস্তুকে পাঠকদের কাছে তুলে ধরার মতো লেখনীর প্রতিভা রয়েছে কিশোরের। গত দেড় বছরে ধরে কিশোর ব্যবসায়িক বিভাগে লেখা এবং সম্পাদনার কাজ করছেন। মার্কেটিং থেকে শুরু করে ফাইন্যান্স, লিডারশিপ থেকে শুরু করে উদ্যোক্তা- বিস্তৃত ক্ষেত্রেই তাঁর কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লেখার সময় বাদে, কিশোরের দুটি হবিও রয়েছে। নানা ধরনের বই পড়তে ভালোবাসেন কিশোর। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত- নন ফিকশন বইয়ের পাঠক সে। একইসঙ্গে দাবার চ্যালেঞ্জ তাঁকে উৎসাহিতও করে। কোনও কিছু শিখতে যে কিশোর খুবই ভালোবাসে, তা বলাই বাহুল্য। শেখার প্রতি কিশোরের আগ্রহ তাঁর কাজের ফলাফলেই স্পষ্ট। পাঠকদের সবচেয়ে আপডেট খবর, দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিশোর সর্বদাই তৈরি।"... আরও পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল