অ্যাপশহর

ভারতেরই অংশ, তবু পেট্রল-ডিজেলের দামে এত তফাত!

আজ্ঞে হ্যাঁ, আন্দামানের কথাই বলা হচ্ছে। আপনি যে দামে পেট্রল বা ডিজেল কেনেন, তার থেকে দামে অনেকটাই সস্তা পড়বে আন্দামানে।

EiSamay.Com 21 Sep 2017, 8:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আজ্ঞে হ্যাঁ, আন্দামানের কথাই বলা হচ্ছে। আপনি যে দামে পেট্রল বা ডিজেল কেনেন, তার থেকে দামে অনেকটাই সস্তা পড়বে আন্দামানে। ভারতের আর কোথাও এতটা সস্তায় জ্বালানি তেল পাওয়া সম্ভব নয়। প্রতি লিটারে প্রায় ১৯ টাকা (₹১৮.৭২) কম পড়বে।
EiSamay.Com want cheaper petrol and diesel go to andaman and save upto rs 18 72 per litre
ভারতেরই অংশ, তবু পেট্রল-ডিজেলের দামে এত তফাত!


ভাবছেন তো, আন্দামানে সস্তা হলে, অন্যত্র দামি কেন? আসলে, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের পদ্ধতিটি অত্যন্ত জটিল। পেট্রলিয়াম কোম্পানিগুলোই দাম ঠিক করে। এতে কর বসায় সরকার। তাতে কেন্দ্রের কর ফিক্সড। রাজ্য সরকারের শুল্কের ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে ভ্যাটের উপর নির্ভর করে। পেট্রলিয়ামের দামের উপর এই দুই শুল্ক যোগ হওয়ার পরেই জ্বালানি তেলের চূড়ান্ত দাম ঠিক হয়। পেট্রল পাম্প থেকে সেই দামেই কিনতে হয়।

জ্বালানি তেলের উপর কেন্দ্র আবগারি শুল্ক ও সেস বসানোর পর দেখা হয় প্রতি লিটারে ডিলারদের কমিশন। তা নির্ধারিত হওয়ার পরেই রাজ্য সরকার বিক্রিয় কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স চাপায়। আবগারি শুল্ক ফিক্সড। পেট্রলের ক্ষেত্রে প্রতি লিটারে ₹২১.৪৮ এবং ডিজেলের ক্ষেত্রে ₹১৭.৩৩। ভ্যাটের হার এক এক রাজ্যে এক একরকম। ফলে, জ্বালানি তেলের কী দাম হবে, তাতে রাজ্যের একটা বড় ভূমিকা থাকে।

বর্তমানে মুম্বইয়ে পেট্রল বিক্রি হয় মোটামুটি ৮০ টাকা প্রতি লিটার হিসেবে। সেই একই পেট্রল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আপনি পাবেন ₹৬১-র কম দামে। গোয়াতে পেট্রলের লিটার ₹৬৫-র কম।

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও তেলেঙ্গানা-- এই চার রাজ্য পেট্রেল-ডিজেলের উপর ৩৫ শতাংশের উপর ভ্যাট চাপায়। কেরালা নেয় ৩৪ শতাংশের উপর। সেখানে গোয়া পেট্রলের উপর ভ্যাট হিসেবে নেয় ১৭ শতাংশ। অরুণাচলপ্রদেশ, মিজেরাম ও ত্রিপুরা ২০ শতাংশ। আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে কেন্দ্র ভ্যাট হিসেবে চাপায় মাত্র ৬ শতাংশ।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল