অ্যাপশহর

Voluntary Provident Fund: অবসর জীবন ফুরফুরে কাটাতে চান? জানুন সহজ উপায়

চাকরিজীবীদের ক্ষেত্রে EPF-এর পাশাপাশি VPF-এ অর্থ সঞ্চয় ভবিষ্যতের জন্য একটি ভালো পদক্ষেপ। এর ফলে একাধিক লাভ পাওয়া যায়। কী কী? এই প্রতিবেদনে তা তুলে ধরা হল।

EiSamay.Com 23 Jan 2021, 11:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রত্যেকের জীবনেই অবসর জীবন আসে। সে দিনের কথা ভেবে যাঁরা কর্মজীবনে পরিকল্পনা মাফিক অল্প অল্প করে সঞ্চয় করেন তাঁদের বৃদ্ধ বয়সে ছেলেমেয়েদের উপর নির্ভরশীল হয়ে পড়ার ভয় গ্রাস করে না। বিশেষত অবসর জীবনে যাঁদের যত বেশি বিকল্প আয়ের ব্যবস্থা থাকে তাঁরা তত বেশি আত্মবিশ্বাসী থাকেন। এক্ষেত্রে কেবলমাত্র লগ্নি করাই যথেষ্ট নয়। লগ্নির সঠিক দিশা থাকা খুব প্রয়োজন।
EiSamay.Com old life
প্রতীকী ছবি (সৌজন্যে: পিক্সবে)


অধিকাংশ চাকরিজীবী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EFP) টাকা রাখা পছন্দ করেন। এর কী কারণ জানেন? এটি কর-মুক্ত এবং সেই সঙ্গে রিটার্নও নিশ্চিত। আয়কর আইনের ৮০(সি) ধারা অনুসারে EPF-এ আয়কর ছাড় পাওয়া যায়। এখানেই শেষ নয়, লগ্নির পদ্ধতিও খুবই সহজ। বেতনের একটি সামান্য অংশ প্রতি মাসে EPF অ্যাকাউন্ট জমা পড়ে যায়। কিন্তু EFP-এর একটি সীমাবদ্ধতা হল বেতন থেকে কত টাকা কেটে নিয়ে অ্যাকাউন্টে জমা পড়বে সেই পরিমাণ নির্দিষ্ট। তবে চাইলে আপনি এর পরিমাণ বাড়াতে পারেন। আর এই অর্থ অবসর জীবনে একজন ব্যক্তিকে আরও বেশি আর্থিক স্বাধীনতা দিতে পারে।

FD Interest Rates: ২ বছর মেয়াদের FD-তে সুদ বেশি কোথায়? রইল ১০ ব্যাংকের তালিকা...
কী ভাবে EPF-এ আরও বেশি করে টাকা জমা দেবেন? সেই ক্ষেত্রে আপনাকে ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড (VPF)-এর সুবিধা নিতে হবে। এই অস্ত্র একজন চাকরিজীবীকে তাঁর EPF অ্যাকাউন্টে আরও বেশি করে লগ্নির সুযোগ করেই দেয়। সেই সঙ্গে নামেই বোঝা যাচ্ছে যে, গোটা বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তির স্বেচ্ছাধীন।

বর্তমানে প্রতি মাসে একজন কর্মচারীর বেসিক বেতনের ১২ শতাংশ কেটে নিয়ে নিয়োগ কর্তা তাঁর EPF অ্যাকাউন্টে জমা দেন। নিয়োগকর্তাও ওই সম পরিমাণ অর্থ তাঁর কর্মচারীর EPF-এ অনুদান বাবদ জমা দেন। যার ৮.৩৩ শতাংশ জমা পড়ে। এমপ্লয়িজ পেনশন প্রকল্পে (EPS)। এর উপরে EPFO বার্ষিক নির্দিষ্ট হারে সুদ দেয়। বর্তমানে এই সুদের হার ৮.৫ শতাংশ; যা ফিক্সড ডিপোজিটের মতো সুরক্ষিত লগ্নির হারের তুলনায় অনেক বেশি। তবে কোনও চাকরিজীবী চাইলে আইনি নির্ধারিত ১২ শতাংশের বেশি অর্থ তাঁর EPF অ্যাকাউন্টে জমা দিতে পারেন। সে ক্ষেত্রে ওই টাকার উপরেও সুদ পাওয়া যাবে। তবে VPF-এ একজন কর্মচারী যে টাকা জমা দেবেন সেটি শুধুমাত্র তাঁর অংশের। এক্ষেত্রে মালিক পক্ষ কোনও টাকা দেবেন না। এটাই EPF-এর সঙ্গে VPF-এর উল্লেখযোগ্য পার্থক্য।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর