অ্যাপশহর

রাজন নন, ২০১৭ অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এই মার্কিন অর্থনীতিবিদ

আচরণগত অর্থনীতির বিভিন্ন নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে মার্কিন এই অর্থনীতিবিদের গবেষণা

EiSamay.Com 9 Oct 2017, 4:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঘোষণা হল অর্থনীতিতে ২০১৭-র নোবেল পুরস্কার প্রাপকের নাম। এ বছর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থ্যালার।
EiSamay.Com us economist richard thaler wins nobel economics prize
রাজন নন, ২০১৭ অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এই মার্কিন অর্থনীতিবিদ


‘আচরণগত অর্থনীতি’তে (Behavioural Economics) গবেষণা ও অবদানের জন্য এই অন্যন্য স্বীকৃতি পাচ্ছেন তিনি। এক বিবৃতিতে জানিয়েছে নোবেল কমিটি। বলা হয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তির আচরণ ও অর্থনীতির মেলবন্ধন ঘটিয়েছে থ্যালার-এর গবেষণা।’ আচরণগত অর্থনীতির বিভিন্ন নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে মার্কিন এই অর্থনীতিবিদের গবেষণা।
BREAKING NEWS The 2017 Prize in Economic Sciences is awarded to Richard H. Thaler @R_Thaler @UChicago @ChicagoBooth #NobelPrize pic.twitter.com/mbQijTyE7t — The Nobel Prize (@NobelPrize) October 9, 2017 পুরস্কার বাবদ ১১ লাখ মার্কিন ডলার পাবেন থ্যালার। ৭২ বছরের থ্যালার শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর খ্যাতনামা অধ্যাপক।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, অর্থনীতি সংক্রান্ত গবেষণায় যে ৬ দাবিদার সম্ভাব্য নোবেল প্রাপকদের তালিকায় রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনের নোবেল-প্রাপ্তি নিয়ে আশা করেছিল গোটা দেশ।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল