অ্যাপশহর

দাম বেড়ে ₹৮০০ ছুঁইছুঁই, তবুও ₹৭০০ ছাড়ে বুকিং করুন রান্নার গ্যাস! কীভাবে?

মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে ক্রমশ বাড়ছে রান্নার গ্যাসের দাম। চলতি মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৭৫ টাকা। এই অগ্নিমূল্যের বাজারে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ে ৭০০ টাকা সাশ্রয় খুবই বড় জিনিস। নতুন গ্রাহক টানতে এমনই অফার নিয়ে হাজির হয়েছে একটি জনপ্রিয় ফিনটেক সংস্থা। কীভাবে এই সুযোগ পাওয়া যাবে জানতে ক্লিক করুন।

EiSamay.Com 16 Feb 2021, 11:29 am
এই সময় ডিজিটাল ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এ বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের। এর মধ্যে প্রথম দু'সপ্তাহের মধ্যে দু'দফায় গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭৫ টাকা। আজ, ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে নয়া বর্ধিত মূল্য। তার মধ্যে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসে যে ভর্তুকি দেয় তার পরিমাণ তলানিতে এসে ঠেকেছে। ফলে সব মিলিয়ে মাথায় হাত মধ্যবিত্তের।
EiSamay.Com gas final 2
প্রতীকী ছবি


এর মধ্যে শোনা যাচ্ছে, রান্নার গ্যাসে ভর্তুকি সম্পূর্ণ তুলে দিতে চাইছে সরকার। ধীরে ধীরে দাম বাড়িয়ে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে চায় অর্থ মন্ত্রক। এমনকি অদূর ভবিষ্যতে সপ্তাহে সপ্তাহে গ্যাসের দাম পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছে তেল কোম্পানিগুলি। ভবিষ্যতে কী হবে তা ভবিষ্যতই বলবে। তবে বর্তমানে মাত্র ১০০ টাকা খরচ করে বুকিং করতে পারেন রান্নার গ্যাসের সিলিন্ডার! একদম ঠিক পড়ছেন। LPG সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ৭০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার। কিন্তু কীভাবে?

এক মাসে দ্বিতীয় বার! আরও ₹৫০ বাড়ল গ্যাসের দাম
নতুন নতুন গ্রাহক টানতে মাঝেমধ্যে নানান অফার নিয়ে হাজির হয় ই-ওয়ালেট পেটিএম। গত জানুয়ারিতে এই অফার শুরু করেছিল তারা। প্রথমে ৩১ জানুয়ারি পর্যন্ত এই অফার চলবে বলে জানানো হলেও পরে তার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম।

ক্যাশব্যাক অফারের আওতায় পেটিএম অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করলে ৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এ জন্য আপনাকে পেটিএম অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং এর মাধ্যমে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে হবে। পাশাপাশি ক্যাশব্যাক পেতে 'FIRSTLPG' প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলবেন না। উল্লেখ্য, পেটিএমের মাধ্যমে কেবলমাত্র প্রথম বার রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ে মিলবে এই সুবিধা।

এখন ফেসবুক থেকেও বুকিং করুন LPG সিলিন্ডার, জানুন সহজ পদ্ধতি...
গ্রাহকদের আরও উন্নত এবং নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে তেল কোম্পানিগুলি। এখন তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল (ইন্ডেন), ভারত পেট্রোলিয়াম (ভারতগ্যাস) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HP গ্যাস) ফোনপে, গুগল পে, পেটিএমের মতো পেমেন্ট অ্যাপের মাধ্যমেও রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের পরে পেমেন্ট করার সুযোগ দিচ্ছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল