অ্যাপশহর

পেট্রল-ডিজেলে GST? নির্মলা রাজি, নারাজ সুশীল

পেট্রল ও ডিজেলকে GST-র আওতায় আনা নিয়ে সুর নরম কেন্দ্রের। GST কাউন্সিলের পরবর্তী বৈঠকে সরকার এই বিষয়টি নিয়ে আলোচনায় রাজি বলে গতকাল সংসদে মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও রাজ্যের আয় কমার আশঙ্কায় এই উদ্যোগে আপত্তি জানিয়েছেন সুশীল মোদী।

Ei Samay 25 Mar 2021, 11:02 am
এই সময়: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রল-ডিজেলের রোজকার দাম বাড়ানো-কমানো বন্ধ রাখে। বুধবার সংস্থাগুলি ওই দুই জ্বালানির দাম সামান্য কমায়, যা গত এক বছরে এই প্রথম। ওই ঘোষণার পর বুধবার ডিজেলের লিটার পিছু দাম ১৭ পয়সা কমে হয় ৮৪.১৮ টাকা এবং পেট্রলের দামও ১৭ পয়সা কমে দাঁড়ায় ৯১.১৮ টাকা। পেট্রল-ডিজেলের দাম শেষ কমানো হয়েছিল গত বছর ১৬ মার্চ।
EiSamay.Com nirmala 1
কেন্দ্রীয় অর্থমন্ত্রী (ফাইল ছবি)


আসন্ন নির্বাচনে পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে বিরোধী দলগুলি মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে একটা বড় হাতিয়ার করে তুলেছিল।

ভোটের বাজারে চমক! 2021-এ আজ প্রথম দাম কমল পেট্রল ও ডিজেলের
সেই চাপে পড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার লোকসভায় ফিনান্স বিল (২০২১) নিয়ে বিতর্কের সময় বলেন, 'জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে পেট্রল-ডিজেলকে জিএসটির আওতায় আনা নিয়ে কেন্দ্রীয় সরকার আলোচনায় রাজি।' তিনি এও বলেন, 'এমনটা নয় যে পেট্রল-ডিজেল থেকে কেবল কেন্দ্রীয় সরকারই কর-শুল্ক নেয়। রাজ্যগুলিও পেট্রল-ডিজেল থেকে ভ্যাট-বিক্রয় কর-সেস আদায় করে। তাছাড়া, কেন্দ্রীয় সরকার যে শুল্ক আদায় করে তার একটা অংশ (৪১%) রাজ্যগুলির মধ্যেও বণ্টন করে।'

এখানে উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার কর-শুল্ক বাদে সেস বা সারচার্জ হিসাবে যে রাজস্ব আদায় করে সেটা রাজ্যগুলির সঙ্গে ভাগ হয় না।

রাজ্যগুলির সম্মতি সাপেক্ষে পেট্রল-ডিজেলকে জিএসটির আওতায় আনতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজি হলেও, বিজেপি বর্ষীয়ান নেতা তথা বিহারের প্রাক্তন অর্থমন্ত্রী সুশীল মোদী বলেন, 'আগামী ৮-১০ বছর অন্তত পেট্রল-ডিজেলকে জিএসটির অন্তর্গত করা সম্ভব নয়।' বুধবার রাজ্যসভায় ফিনান্স বিল নিয়ে বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, 'কেন্দ্র এবং রাজ্যগুলি সম্মিলিত ভাবে পেট্রলিয়াম পণ্যে কর-শুল্ক বাবদ বছরে ৫ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায় করে। ফলে, ওই দুই জ্বালানিকে যদি জিএসটির অন্তর্ভুক্ত করা হয় তবে, রাজ্যগুলির সম্মিলিত ভাবে বছরে ২ লক্ষ কোটি টাকা করে ক্ষতি হবে। তাই, অন্তত আগামী ৮-১০ বছর ওই দুই জ্বালানিকে জিএসটির আওতায় আনা সম্ভব নয়।'

SBI Wecare: প্রবীণদের বেশি সুদ! জুন মাস পর্যন্ত বিশেষ FD স্কিমের মেয়াদ বাড়াল SBI
মোদীর যুক্তি, জিএসটিতে করের সর্বোচ্চ হার ২৮%। তাই পেট্রল-ডিজেলকে জিএসটিভুক্ত করলে ওই দুই জ্বালানির উপর সর্বোচ্চ ২৮% কর বসানো যাবে। বর্তমানে, ওই দুই জ্বালানির দামের ৬০% কেন্দ্র ও রাজ্যের কর বাবদ আদায় হয়। পেট্রল-ডিজেলকে জিএসটিতে আনলে রাজ্যগুলিকে সম্মিলিত ভাবে বছরে ২ লক্ষ কোটি টাকা থেকে ২.৫ লক্ষ কোটি টাকা রাজস্ব হারাতে হবে।

পেট্রল-ডিজেলকে জিএসটির অন্তর্ভুক্তিকরণ নিয়ে বিজেপির দুই গুরুত্বপূর্ণ নেতার এই দুই বিপরীত মেরুতে অবস্থানই স্পষ্ট করে, কেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমলে দেশের বাজারে পেট্রল-ডিজেলের দাম উল্লেখযোগ্য কমা এখনই সম্ভব নয়।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল