অ্যাপশহর

ভারতের রাস্তায় এবার ৯০০সিসি-র ৮ লাখি বাইক!

স্ট্রিট ট্যুইনের পর বাইকপ্রেমীদের আকৃষ্ট করতে ভারতের বাজারে আটলাখি বাইক নিয়ে এল ট্রাইয়াম্ফ।

EiSamay.Com 18 Oct 2016, 3:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ট্যুইনের পর বাইকপ্রেমীদের আকৃষ্ট করতে ভারতের বাজারে আটলাখি বাইক নিয়ে এল ট্রাইয়াম্ফ। বোনেভিল টি-১০০ নামে এই বাইকটির দিল্লিতে স্টিকার প্রাইস অর্থাত্‍‌ এক্স-শোরুম দাম পড়বে ৭ লক্ষ ৭৮ হাজার।
EiSamay.Com triumph introduces bonneville t100 at rs 7 78 lakh
ভারতের রাস্তায় এবার ৯০০সিসি-র ৮ লাখি বাইক!


সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত INTERMOT মোটরসাইকেল শো'তে প্রদর্শিত হয় ব্রিটিশ বাইক প্রস্তুতকারী সংস্থা ট্রাইয়াম্ফের বোনেভিল টি-১০০। মঙ্গলবারই দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে বাইকটি লঞ্চ করেছে।

গত শতকের পঞ্চাশের দশকের অরিজিন্যাল বোনেভিলের সঙ্গে নতুন বাইকটির উত্তরাধিকার সূত্রে কিছুটা মিল রাখা রয়েছে। তবে, অনেক বৈচিত্র্যও আনা হয়েছে। মর্ডান ক্লাসিক ট্যাগের পাশাপাশি রয়েছে মাল্টি-ফাংশনাল ক্লাস্টার, অ্যানালগ স্পিডোমিটার, অ্যানালগ টেকোমিটার। স্ট্রিট ট্যুইনের মতো ৯০০ সিসির একই ইঞ্জিন থাকছে ট্রাম্পের নতুন এই বাইকেও। রয়েছে ৫-স্পিড গিয়ার বক্স।

Triumph has expanded its portfolio in India by launching the new Bonneville T100 at a sticker price of Rs 7.78 lakh (ex-showroom, Delhi) in the country on Tuesday.

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল