অ্যাপশহর

সুপারফাস্ট হচ্ছে ৪৮টি ট্রেন, বাড়ছে ভাড়াও

গত ১ নভেম্বরেই মেল ও এক্সপ্রেস মিলিয়ে ৪৮টি ট্রেনের গতি বাড়িয়ে সুপারফাস্ট করা সিদ্ধান্ত নিয়েছিল রেল

EiSamay.Com 6 Nov 2017, 7:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গতিবৃদ্ধির কথা জানানো হয়েছিল। তবে, তার সঙ্গে যে ভাড়া বৃদ্ধিও করা হবে, তা কিন্তু আগাম জানানো হয়নি। তাই কার্যত চুপিসাড়েই সুপারফাস্ট তকমা পাওয়া ৪৮টি ট্রেনের ভাড়া বৃদ্ধি করল ভারতীয় রেল।
EiSamay.Com train tickets to cost more for these 48 superfast trains
সুপারফাস্ট হচ্ছে ৪৮টি ট্রেন, বাড়ছে ভাড়াও


গত ১ নভেম্বরেই মেল ও এক্সপ্রেস মিলিয়ে ৪৮টি ট্রেনের গতি বাড়িয়ে সুপারফাস্ট করা সিদ্ধান্ত নিয়েছিল রেল। ট্রেনগুলির গতি গড়ে ৫ কিলোমিটার করে বাড়ানো হয়েছে। যদিও গতি বাড়ানো হলেও, যাত্রী পরিষেবাতে কোনও পরিবর্তন করা হয়নি।

ভাড়া বৃদ্ধির জেরে স্লিপার ক্লাসের জন্য ৩০ টাকা, এসি টু টিয়ার ও থ্রি টিয়ারের জন্য ৪৫ টাকা এবং ফার্স্ট ক্লাসের জন্য ৭৫ টাকা করে অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীদের। রেলের তরফে দাবি, এর ফলে অতিরিক্ত ৭০ কোটি টাকা আয় হবে।

যে যে ট্রেনগুলিতে সুপারফাস্ট তকমার জেরে ভাড়া বৃদ্ধি করানো হচ্ছে, তার মধ্যে মুম্বই-পটনা এক্সপ্রেস, পুনে-অমরাবতী AC এক্সপ্রেস, মুম্বই-মথুরা এক্সপ্রেস, পাটলিপুত্র-চেন্নাই এক্সপ্রেস, কানপুর-উধমপুর এক্সপ্রেস, দিল্লি-পাঠানকোট এক্সপ্রেস, টাটা-বিশাখাপত্তনম এক্সপ্রেস রয়েছে।

শীতের সময় কুয়াশার জেরে ট্রেনের গতি এমনি কম থাকে, তার উপর সুপারফাস্ট তকমা দিয়ে ভাড়া বাড়িয়ে আদৌ কতটা লাভ হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল