অ্যাপশহর

টাওয়ার ব্যবসার সিংহভাগ কানাডার ব্রুকফিল্ডকে বিক্রি করছে আরকম

টেলিকম টাওয়ার ব্যবসার ৫১ শতাংশ মালিকানা কানাডার ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ-কে ১১,০০০ কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে রিলায়েন্স কমিউনিকেশনস্ (আরকম)৷

EiSamay.Com 15 Oct 2016, 12:54 pm
এই সময়: টেলিকম টাওয়ার ব্যবসার ৫১ শতাংশ মালিকানা কানাডার ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ-কে ১১,০০০ কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে রিলায়েন্স কমিউনিকেশনস্ (আরকম)৷ শুক্রবার সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে,‘প্রস্তাবিত লেনদেন থেকে আরকম নগদ ১১ হাজার কোটি টাকা পাবে৷ বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরকম-এর হাতে টাওয়ার ব্যবসার ৪৯ শতাংশ অংশিদারিত্ব থাকবে, যা ভবিষ্যতে অনুকূল অর্থনৈতিক পরিস্থিতিতে কাজে লাগানো হতে পারে কয়েকটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে৷’এই লেনদেন থেকে যে অর্থ আসবে তা ঋণ শোধ করতে কাজে লাগানো হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷
EiSamay.Com tower business sold to bruckfield
টাওয়ার ব্যবসার সিংহভাগ কানাডার ব্রুকফিল্ডকে বিক্রি করছে আরকম


সূত্রের খবর, আগামী কয়েক বছরে টেলিকম টাওয়ার ভাড়া ক্ষেত্রে বিরাট চাহিদা বাড়বে এটা ধরে নিয়ে আরকম ৪৯ শতাংশ অংশিদারিত্ব আপাতত রেখে দিচ্ছে, যা ভবিষ্যতে উপযুক্ত সময়ে তারা বিক্রি করবে৷ টাওয়ার সম্পত্তি বিক্রির জন্য আরকম ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার গ্রুপের সঙ্গে একটি ‘নন-বাইন্ডিং টার্ম শিট’স্বাক্ষর করেছে৷ আরকম-এর বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত সম্পত্তি রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেড ব্রুকফিল্ডের মালিকানাধীন একটি এসপিভি সংস্থায় হস্তান্তর করবে৷ তবে দীর্ঘমেয়াদী চুক্তি অনুযায়ী, টাওয়ার ব্যবসার সিংহভাগ অংশিদারিত্ব বিক্রি করার পরও ওই টাওয়ারগুলির প্রধান ভাড়াটিয়া থাকবে আরকম৷

আরকম-এর তরফে বলা হয়েছে,‘ফোর-জি ক্ষেত্রে সমস্ত টেলিকম অপারেটর যে ভাবে জোর দিচ্ছে তাতে আগামী দিনে টাওয়ার ভাড়া ব্যবসা প্রভূত বাড়বে বলে আরকম ও ব্রুকফিল্ডের আশা৷ আর ডেটা ব্যবহার যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ভবিষ্যতে টাওয়ার ব্যবসার আয় ও মুনাফা, দুটোই বিরাট বাড়বে বলে আমরা মনে করি৷’

অন্য দিকে, বিশেষজ্ঞদের মতে, টাওয়ার ব্যবসার সিংহভাগ অংশিদারিত্ব বিক্রি করার চুক্তির পাশাপাশি সম্প্রতি আরকম-এর ওয়্যারলেস ব্যবসার সঙ্গে এয়ারসেলের সংযুক্তিকরণের ঘোষণায় আরকম-এর মোট ঋণ বর্তমানে ৪২ হাজার কোটি টাকা থেকে কমে দাঁড়াবে ১৭ হাজার কোটি টাকায়৷ পাশাপাশি, রিয়্যাল এস্টেট ব্যবসাও বিক্রি করে ৫ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে আরকম৷ সেটা হলে, ঋণ কমে দাঁড়াবে ১২ হাজার কোটি টাকায়৷

আর ভবিষ্যতে স্পেকট্রাম ক্রয় খাতে এবং অন্যান্য ক্ষেত্রে আরকম-এর বিরাট অঙ্কের কোনও বিনিয়োগেরও প্রয়োজন নেই৷ কারণ, এসএসটিএল ও এয়ারসেলের সঙ্গে সংযুক্তিকরণের পরে এবং ইতিমধ্যে আরজিও-র সঙ্গে তাদের যে স্পেকট্রাম শেয়ারিং চুক্তি হয়েছে, তার ফলে টু-জি, থ্রি-জি ও ফোর-জি ক্ষেত্রে সারা দেশে আরকম-এর নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত৷

প্রসঙ্গত, গত ঋণের ভার লাঘব করতে গত কয়েক বছর ধরেই টাওয়ার ব্যবসা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল আরকম৷ এ ব্যাপারে গত ডিসেম্বরে তারা টিপিজি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলপি-র নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর সঙ্গে চুক্তিও সই করে৷ কিন্ত্ত, সেই চুক্তি পরবর্তীকালে কার্যকর হয়নি৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল