অ্যাপশহর

টয়োটাকে সরিয়ে গাড়ি বিক্রিতে এক নম্বরে ফোক্সভাগেন

৫ বছর বাদে জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটাকে সরিয়ে বিশ্ব জুড়ে গাড়ি বিক্রিতে এক নম্বরে উঠে এল জার্মানির ফোক্সভাগেন।

EiSamay.Com 30 Jan 2017, 2:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ৫ বছর বাদে জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটাকে সরিয়ে বিশ্ব জুড়ে গাড়ি বিক্রিতে এক নম্বরে উঠে এল জার্মানির ফোক্সভাগেন। সোমবার অটো রিপোর্টে প্রকাশ, ২০১৬ সালে টয়োটা সারা বিশ্বে প্রায় ১ কোটি ১ লক্ষ ৭৫ হাজার গাড়ি বিক্রি করেছে। সেখানে ফোক্সভাগেন বিক্রি করেছে প্রায় ১ কোটি ৩ লক্ষ ১০ হাজার গাড়ি।
EiSamay.Com this giant has dethroned toyota as the worlds biggest automaker
টয়োটাকে সরিয়ে গাড়ি বিক্রিতে এক নম্বরে ফোক্সভাগেন


গত বছর এমিশন টেস্ট নিয়ে বড়সড় সমস্যায় পড়েছিল ফোক্সভাগেন। তার পর গাড়ি বিক্রিতে তারা ধাক্কাও খায়। তা সত্ত্বেও এই রিপোর্টে প্রথম স্থান মেলায় অবশ্য অবাক হচ্ছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মত, যদি এই সমস্যা বা ‘কলঙ্ক’ জার্মান সংস্থাটির গায়ে না লাগত তবে এই ব্যবধান আরও বাড়ত। আরও এক মার্কিন ‘জায়ান্ট’ জেনারেল মোটর্স-এর রিপোর্ট অবশ্য এখন আসা বাকি। সেই রিপোর্টে যদি কোনও অঘটন না ঘটে তবে ফোক্সভাগেন ১ নম্বর স্থান ধরে রাখবে।

এর আগে ৪ বছর ধরে এক টানা শীর্ষস্থান ধরে রেখেছিল টয়োটা। তার আগে ২০১১-তে শীর্ষ স্থানে ছিল জেনারেল মোটর্স। সে বছর ভূমিকম্প এবং সুনামির কারণে প্রোডাকশন বহুল পরিমাণে ধাক্কা খায় টয়োটার। তবে জেনারেল মোটর্স তার আগের সাত দশক ধরে নিয়ম করে প্রথম স্থান ধরে রেখেছিল। যদি ফোক্সভাগেন এ বছর এক নম্বরে থাকে, তবে ইতিহাসে প্রথমবার জার্মান সংস্থাটি এই কৃতিত্ব অর্জন করবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল