অ্যাপশহর

দেবীপক্ষে জীবনের উদযাপন, ছৌ নাচ রক্ষায় লড়াইয়ে সামিল SBI

প্রতিটি ভারতীয়কে উৎসাহিত করতে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার নানা ঘটনা কিছুটা ব্য়তিক্রমি দৃষ্টিকোণ থেকে ভিডিয়োর মাধ্যমে তুলে ধরছে এসবিআই লাইফ। ইতোমধ্যে রবিনহুড আর্মি এবং মুম্বই দমকল কর্মীদের অসাধারণ হয়ে ওঠার বিষয়টি ক্যামেরা বন্দি করেছে তারা।

EiSamay.Com 3 Oct 2019, 9:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কাজই মানুষকে সাধারণের মধ্যে অসাধারণ করে তোলে। এমনই সাধারণ ছৌনাচ শিল্পীদের জীবন সংগ্রামকে ছোট পর্দায় তুলে ধরছে এসবিআই লাইফ ইনসিওরেন্স। পুজোর মরশুমে এমনই একটি প্রোমোশনাল ভিডিয়ো প্রকাশ করেছে তারা। তাদের ‘Real Life Real Stories’ ক্যাম্পেনের অঙ্গ হিসেবে এই ভিডিয়োটি প্রকাশ করেছে এসবিআই লাইফ। একজন সাধারণ নাগরিকের অসাধারণ হতে উঠতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এসবিআই লাইফের দর্শন। এই ভিডিয়ো সেই লক্ষ্যের বহিঃপ্রকাশ মাত্র।
EiSamay.Com bank


আরও পড়ুন: সুখবর! অক্টোবরেই ঋণে সুদের নয়া পদ্ধতি SBI-এর

এই ভিডিয়ো প্রকাশ অনুষ্ঠানে এসবিআই লাইফ ইনসিওরেন্সের ব্র্যান্ড এবং কর্পোরেট কমিউনিকেশনের প্রধান রবীন্দ্র শর্মা বলেন, 'যুব সমাজকে আরও উন্নত জীবনের দিকে উৎসাহিত করাই এসবিআই লাইফের মূল লক্ষ্য। সাধারণ মানুষের অসাধারণ হওয়ার গল্পকে ঘিরেই তৈরি হয়েছে Real Life Real Stories। এটি সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে। এই ভিডিয়োতে মৃতপ্রায় ছৌ শিল্পের পুনরুজ্জীবনে একটি গোষ্ঠীর অধ্যবসায় এবং কর্মনিষ্ঠাকে কুর্নিশ জানানো হয়েছে। অন্যদের মধ্যে একই দায়িত্ববোধের সঞ্চারের জন্য আমাদের এই পদক্ষেপ।'


প্রতিটি ভারতীয়কে উৎসাহিত করতে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার নানা ঘটনা কিছুটা ব্য়তিক্রমি দৃষ্টিকোণ থেকে ভিডিয়োর মাধ্যমে তুলে ধরছে এসবিআই লাইফ। ইতোমধ্যে রবিনহুড আর্মি এবং মুম্বই দমকল কর্মীদের অসাধারণ হয়ে ওঠার বিষয়টি ক্যামেরা বন্দি করেছে তারা।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল