অ্যাপশহর

Personal Loan Interest Rate: সবচেয়ে কম সুদে পার্সোনাল লোন দিচ্ছে কোন কোন ব্যাঙ্ক? নীচে রইল তালিকা

বর্তমানে সংসার থেকে পরিবহন, সব জয়গাতেই বাজেট বেড়েছে। আর তার জেরে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। এহেন পরিস্থিতিতে অনেকেই বড় খরচ সামলাতে পার্সোনাল লোনের দিকে ঝোঁকেন।

Produced byকিশোর শীল | EiSamay.Com 26 Nov 2022, 9:32 pm
Personal Loan Interest Rate: বর্তমানে একাধিক ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং সংস্থা গ্রাহকদের পার্সোনাল লোন অফার করছে। বর্তমানে ঋণ নিতে আর সরাসরি ব্যাঙ্কে যাওয়ারও প্রয়োজন হচ্ছে না। অনলাইনেই পাওয়া যাচ্ছে লোন। সেক্ষেত্রে বাড়িতে বসেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা হবে। কিন্তু যেহেতু ব্যক্তিগত ঋণে সুদের হার বেশি থাকে তাই এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্প্রতি RBI -এর রেপো রেট বৃদ্ধির কারণে, এই সুদের হার আরও বেড়েছে। যদি এই পরিস্থিতিতে কোনও ব্যক্তি পার্সোনাল লোন নেওয়ার কথা ভাবনা-চিন্তা করেন সেক্ষেত্রে বেশ কয়েকটি ব্যাঙ্ক ভালো অপশন দিতে পারে। এই ব্যাঙ্কগুলি অত্যন্ত কম সুদের হারে লোন অফার করছে। পার্সোনাল লোনের ক্ষেত্রে ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যাঙ্ক এক্ষেত্রে অতি অবশ্যই ক্রেডিট স্কোর ও আবেদনকারীর যোগ্যতা চেক করবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে কম সুদে পার্সোনাল লোন অফার করছে?
EiSamay.Com these five banks offer personal loan with lowest interest rate
Personal Loan Interest Rate: সবচেয়ে কম সুদে পার্সোনাল লোন দিচ্ছে কোন কোন ব্যাঙ্ক? নীচে রইল তালিকা



Bank of Maharastra

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সবচেয়ে কম সুদের হারে পার্সোনাল লোন অফার করে। 7 বছরের পার্সোলান লোনের উপর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 8.90 শতাংশ সুদের হার অফার করে। এক্ষেত্রে সর্বাধিক 20 লাখ টাকার লোন অফার করা হয়। বর্তমানে লোনের প্রসেসিং ফি রয়েছে GST+ লোনের 1 শতাংশ। চাকুরিজীবীরা লোন শোধের জন্য সর্বোচ্চ 7 বছরের সময় পাবেন। বাকিদের ক্ষেত্রে এই সময় 5 বছর। আবেদনকারী ব্যক্তির বাৎসরিক আয় হতে হবে কমপক্ষে 3 লাখ।

Bank of India

ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পার্সোনাল লোনে সুদের হার রয়েছে 9.75 শতাংশ থেকে 14.25 শতাংশ। এই ব্যাঙ্কটিও ব্যক্তিগত ঋণে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়। 70 বছরের চেয়ে বেশি বয়সের কোনও ব্যক্তিকে এই ব্যাঙ্কটি পার্সোলান লোন অফার করে না। চাকুরিজীবীদের ক্ষেত্রে এই লোনের জন্য শেষ 3 মাসের স্যালারি স্লিপ থাকতে হবে। আবার চাকুরিজীবী না হলে 3 বছরের ITR ফাইল থাকা আবশ্যিক।

Punjab National Bank

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঁচ বছরের জন্য পার্সোনাল লোন অফার করে। এই ব্যাঙ্কের তরফে সর্বোচ্চ 10 লাখ টাকা অফার করা হচ্ছে। এক্ষেত্রে সুদের হার হতে পারে 9.80 শতাংশ থেকে 16.35 শতাংশ। এই ব্যাঙ্ক থেকে লোন পেতে প্রাইভেটে কর্মরত ব্যক্তিদের কমপক্ষে 3 বছরের চাকুরি থাকা আবশ্যক।

Karur Vysya Bank

এটি একটি কমার্শিয়াল ব্যাঙ্ক। করুর বৈশ্য ব্যাঙ্ক লোন শোধে সর্বোচ্চ 5 বছরের সময় দেয়। এই ব্যাঙ্কে সুদের হার রয়েছে 9.85 শতাংশ থেকে 12.85 শতাংশ। এই ব্যাঙ্ক পার্সোনাল লোন হিসেবে সর্বাধিক 10 লাখ টাকা অফার করে। কমপক্ষে 50 হাজার টাকার নীচে এই ব্যাঙ্ক লোন অফার করে না। এই ব্য়াঙ্কের তরফে লোন অ্য়ামাউন্টের 1.5 শতাংশ প্রসেসিং ফি হিসেবে চার্জ করা হয়। ব্যাঙ্কের তরফে দাবি, আবেদনকারীর সব কাগজ ঠিক থাকলে তাঁরা মাত্র কয়েক মিনিটের মধ্যে লোনের অনুমোদন দিয়ে থাকে।

IDBI Bank

IDBI ব্যাঙ্ক 12 থেকে 60 মাস অর্থাৎ 5 বছরের জন্য ব্যক্তিগত ঋণ অফার করে। সর্বোচ্চ 10 লাখ টাকা লোন অফার করে এই ব্যাঙ্ক। এক্ষেত্রে এই ব্য়াঙ্কের সুদের হার রয়েছে 9.90 থেকে 15.50 শতাংশ। এক্ষেত্রে আবেদনকারীর বাৎসরিক আয় কমপক্ষে 1.80 লাখ। আবেদনকারীর বয়স হতে হলে 21 থেকে 75 বছরের মধ্যে। লোনের পরিমাণ 25,000 টাকার কম হলে লোন পাওয়া যায় না বলেই জানিয়েছে ব্য়াঙ্ক।

লেখকের সম্পর্কে জানুন
কিশোর শীল
"কিশোর শীল ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। নিজের কর্মজীবনের শুরু থেকেই ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ব্যবসা সংক্রান্ত খবরের উপর ফোকাস রেখে বর্তমানে কিশোর হয়ে উঠেছেন কর্পোরেটের ট্রেন্ডিং খবরের খনিও। পাশাপাশি ভারতীয় রেলের খবরেও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। ব্যবসার জগতের খবরের নানা ডেভলপমেন্ট ও আপডেট সম্পর্কে কিশোর হয়ে উঠেছেন বিশেষজ্ঞ। খুব সহজে জটিল বিষয়বস্তুকে পাঠকদের কাছে তুলে ধরার মতো লেখনীর প্রতিভা রয়েছে কিশোরের। গত দেড় বছরে ধরে কিশোর ব্যবসায়িক বিভাগে লেখা এবং সম্পাদনার কাজ করছেন। মার্কেটিং থেকে শুরু করে ফাইন্যান্স, লিডারশিপ থেকে শুরু করে উদ্যোক্তা- বিস্তৃত ক্ষেত্রেই তাঁর কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লেখার সময় বাদে, কিশোরের দুটি হবিও রয়েছে। নানা ধরনের বই পড়তে ভালোবাসেন কিশোর। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত- নন ফিকশন বইয়ের পাঠক সে। একইসঙ্গে দাবার চ্যালেঞ্জ তাঁকে উৎসাহিতও করে। কোনও কিছু শিখতে যে কিশোর খুবই ভালোবাসে, তা বলাই বাহুল্য। শেখার প্রতি কিশোরের আগ্রহ তাঁর কাজের ফলাফলেই স্পষ্ট। পাঠকদের সবচেয়ে আপডেট খবর, দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিশোর সর্বদাই তৈরি।"... আরও পড়ুন

পরের খবর