অ্যাপশহর

SBI ডেবিট কার্ড আছে? ATM-এ যাওয়ার আগে পড়ে নিন

প্রতিদিন এসবিআই এটিএম থেকে সর্বোচ্চ কত নগদ তুলতে পারেন গ্রাহক? এবার পাওয়া গেল সে সম্পর্কে বিস্তারিত তথ্য।

EiSamay.Com 5 Dec 2022, 1:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিদিন এসবিআই এটিএম থেকে সর্বোচ্চ কত নগদ তুলতে পারেন গ্রাহক? স্টেট ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য।
EiSamay.Com Debit Cards
SBI ডেবিট কার্ড আছে? ATM-এ যাওয়ার আগে পড়ে নিন


পাঁচটি সহযোগী ব্যাঙ্কের সঙ্গে মিশে যাওয়ার পরে দেশজুড়ে এসবিআই-র বর্তমান শাখার সংখ্যা ২৪,০১৭ এবং তার এটিএম-এর সংখ্যা ৫৯,২৬৩। এটিএমগুলিতে স্টেট ব্যাঙ্ক ছাড়াও যে কোনও ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়। স্টেট ব্যাঙ্ক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী গ্রাহকরা প্রতি মাসে এটিএম থেকে পাঁচটি লেনদেন বিনামূল্যে করার সুবিধা পেয়ে থাকেন।

এসবিআই ওয়েবসাইট অনুযায়ী, প্রতিদিন এটিএম থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক। টাকা তোলার এই সীমা এসবিআই-এর ক্লাসিক ডেবিট কার্ড-এর জন্য ধার্য হয়েছে। তবে তার চেয়ে বেশি মূল্যবান কার্ডের মাধ্যমে প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত তোলার ব্যবস্থাও রয়েছে।

স্টেট ব্যাঙ্ক ক্লাসিক ডেবিট কার্ড: এই কার্ডে প্রতিদিন সর্বোচ্চ নগদ ৪০,০০০ টাকা তোলা যায়। PoS এবং ই-কমার্স সংক্রান্ত লেনদেনের সর্বোচ্চ সীমা ৫০,০০০ টাকা।

স্টেট ব্যাঙ্ক সিলভার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড: এই কার্ডে ভারতে প্রতিদিন সর্বোচ্চ নগদ ৪০,০০০ টাকা তোলা যায়। ভারতের বাইরে দেশ বিশেষে সর্বোচ্চ নগদ তোলার পরিমাণ নির্ভর করে। তবে তার ঊর্ধ্বতম সীমা কখনই ১০০০ ডলার বা তার সমান অর্থের বেশি হবে না। এই কার্ডে PoS এবং ই-কমার্স সংক্রান্ত লেনদেনের সর্বোচ্চ সীমা দিনপ্রতি ৭৫,০০০ টাকা।

স্টেট ব্যাঙ্ক গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড: এই কার্ডে ভারতে প্রতিদিন সর্বোচ্চ নগদ ৪০,০০০ টাকা তোলা যায়। ভারতের বাইরে দেশ এবং এটিএম বিশেষে সর্বোচ্চ নগদ তোলার পরিমাণ নির্ভর করে। তবে বিদেশি মুদ্রায় নগদের পরিমাণ কখনই ভারতীয় ৪০,০০০ টাকার বেশি হবে না। এই কার্ডে PoS এবং অনমলাইনে কেনাকাটার সর্বোচ্চ সীমা দিনপ্রতি ৭৫,০০০ টাকা। এমনকি বিদেশি মুদ্রায় কেনাকাটা হলেও তার পরিমাণ কখনই ভারতীয় ৭৫,০০০ টাকার বেশি হবে না।

স্টেট ব্যাঙ্ক গোল্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড: এই কার্ডে ভারতে প্রতিদিন সর্বোচ্চ নগদ ৫০,০০০ টাকা তোলা যায়। ভারতের বাইরে দেশ এবং এটিএম বিশেষে সর্বোচ্চ নগদ তোলার পরিমাণ নির্ভর করে। তবে বিদেশি মুদ্রায় নগদের পরিমাণ কখনই ভারতীয় ৫০,০০০ টাকার বেশি হবে না। এই কার্ডে PoS এবং অনমলাইনে কেনাকাটার সর্বোচ্চ সীমা দিনপ্রতি ২,০০,০০০ টাকা। এমনকি বিদেশি মুদ্রায় কেনাকাটা হলেও তার পরিমাণ কখনই ভারতীয় ২,০০,০০০ টাকার বেশি হবে না।

স্টেট ব্যাঙ্ক প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড: এই কার্ডে ভারতে প্রতিদিন সর্বোচ্চ নগদ ১,০০,০০০ টাকা তোলা যায়। ভারতের বাইরে দেশ এবং এটিএম বিশেষে সর্বোচ্চ নগদ তোলার পরিমাণ নির্ভর করে। তবে বিদেশি মুদ্রায় নগদের পরিমাণ কখনই ভারতীয় ১,০০,০০০ টাকার বেশি হবে না। এই কার্ডে PoS এবং অনমলাইনে কেনাকাটার সর্বোচ্চ সীমা দিনপ্রতি ২,০০,০০০ টাকা। এমনকি বিদেশি মুদ্রায় কেনাকাটা হলেও তার পরিমাণ কখনই ভারতীয় ২,০০,০০০ টাকার বেশি হবে না।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল