অ্যাপশহর

Indian Railway: রাতের ট্রেনে এবার শান্তিতে ঘুমান! ব্যাঘাতকারীদের কড়া শাস্তি দেবে রেল!

Indian Railway: রাতে ট্রেন সফরে যাত্রীদের ঘুমে যাতে কোনও ব্যাঘাত না হয়, তার জন্য নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল। নতুন নিয়মে, কেউ রাত 10টার পরে সিটে, কম্পার্টমেন্ট বা কোচে বসে জোরে মোবাইলে কথা বলতে পারবেন না জোরে গান শুনতে পারবেন না। অন্য সহযাত্রী এ বিষয়ে রেলের কর্মীকে অভিযোগ করলে ব্যাঘাতকারীর শাস্তি হতে পারে।

Produced byDebasree Brahma | Lipi 5 Nov 2022, 5:07 pm
Indian Railway: রাতের ট্রেনে লম্বা জার্নিতে ঘুমিয়ে সময়টা পার করে দিতে চাইছেন? অথচ অন্য এক সহযাত্রী জোরে মোবাইলে কথা বলায় বা জোরে গান শোনায় তা করতে পারছেন না? তা হলে জেনে রাখুন, রাতের ট্রেনে আপনার ঘুমকে স্বস্তি দিতে নতুন নিয়ম আনল ভারতীয় রেল।
EiSamay.Com indian railway
রাতের ট্রেনে এবার আপনার শাস্তি ঘুমের দায়িত্ব নিল রেল!—ফাইল চিত্র


‘নজিরবিহীন’ এই নতুন নিয়মে আপনার ঘুম কারও ফোনে জোরে কথা বলা বা জোরে গান শোনার জন্য ব্যাহত হলে এবং আপনি ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেল তবে সংশ্লিষ্ট যাত্রীকে তার জন্য কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। এমনই নতুন নিয়ম জারি করেছে ভারতীয় রেল।

নতুন নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী রাত 10 টার পরে সিটে, কম্পার্টমেন্টে বা কোচে বসে মোবাইল ফোনে জোরে কথা বলতে পারবেন না বা অন্যের অসুবিধার কারণ হয়ে জোরে গান শুনতে পারবেন না। তা করলে যদি পাশের সহযাত্রী অসন্তুষ্ট হন এবং তিনি রেলের কর্মীকে অভিযোগ করলে যিনি মোবাইল ব্যবহার করছেন নিয়ম ভেঙে, তাঁকে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে।

Indian Railways : রেলযাত্রীদের জন্য খারাপ খবর, একাধিক ট্রেনের ভাড়া বাড়াল ভারতীয় রেল
এই নতুন নিয়মের কারণ ব্যাখ্যা করে রেলের কর্তাদের একাংশ জানাচ্ছেন, রাতে ট্রেন সফরের সময়ে এমন অনেকেই আছেন, যাঁরা ফোনে জোরে কথা বলে বা গান শুনে অন্যের ঘুমের ব্যাঘাত ঘটান। এ নিয়ে রেলের কাছে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ জমা পড়ে প্রতিদিনই।

যাত্রীদের নিজেদের মধ্যে গণ্ডগোলের ঘটনাও ঘটেছে এই বিষয়কে কেন্দ্র করে। তাই কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং ঘুমন্ত যাত্রীর কোনও অসুবিধা না হয়, সে কথা ভেবেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

রাতের ট্রেনে আপনার নিশ্চিন্তির ঘুমের দায়িত্ব নিল রেল!—ফাইল চিত্র


এক রেলকর্তার কথায়, ‘‘রাতে ট্রেন সফরে সংখ্যাগরিষ্ঠ যাত্রীই তাড়াতাড়ি ঘুমাতে চলে যান। এবার সেই সময়ে কেউ ফোনে জোরে কথা বললে বা গান শুনলে তাতে ঘুমন্ত যাত্রীর অসুবিধা হতেই পারে। এবার আমার কোনও কাজে যদি অন্য কারও অসুবিধা হয়, তা হলে সেটা মেনে নেওয়া যায় না। সে কারণেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।’’

Indian Railway: বিনা টিকিটেও করতে পারেন ট্রেনে সফর, শর্ত কী রয়েছে?
অবশ্য শুধু যাত্রীরাই নয়, অনেক সময়ে রেলের কর্মীরাই নিজেদের মধ্যে জোরে কথাবার্তা বলছেন, এমন অভিযোগও রয়েছে প্রচুর। ফলে এই সমস্ত ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য।

রেলকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও যাত্রী এ বিষয়ে অভিযোগ করলে তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে।
লেখকের সম্পর্কে জানুন
Debasree Brahma
Business Consultant for EiSamay.Com, Bengali Digital of Times of India, a Product of Times Internet Ltd.... আরও পড়ুন

পরের খবর