অ্যাপশহর

পুজো বাজারের মরা গাঙে বান আসার ইঙ্গিত

গড়িয়াহাটে শাড়ি কিনতে এসে সন্তোষপুরের নিবেদিতা মিত্রর বক্তব্য, মানুষের হাতে এ বার নগদের জোগান কম হলেও তা পুজোর কেনাকাটায় বড় বাধা হবে না। করোনাকালেও রবিবার রাসবিহারী অ্যাভিনিউয়ের দু'দিকের ফুটপাথ অনেকাংশে যে শপিংয়ের মাঠে নামা বাঙালির দখলে যেতে পারে, তা আঁচ করেননি বিক্রেতারাও!

EiSamay 21 Sep 2020, 9:41 am
এই সময়: দুপুর ৩টেয় প্রায় খাঁ-খাঁ করছিল গড়িয়াহাট। তখন বোঝা যায়নি, মাত্র দু'ঘণ্টায় আমূল বদলে যেতে পারে গোটা তল্লাট। করোনাকালেও রবিবার রাসবিহারী অ্যাভিনিউয়ের দু'দিকের ফুটপাথ অনেকাংশে যে শপিংয়ের মাঠে নামা বাঙালির দখলে যেতে পারে, তা আঁচ করেননি বিক্রেতারাও!
EiSamay.Com Kolkata goes shopping for change
পুজো শপিং


এ দিন বিকেল ৪টের নিউ মার্কেটের চেহারাটা আবার খাবি খেতে থাকা মুমূর্ষুর অক্সিজেন পাওয়ার মতো। করোনাকালে এই প্রথম কোনও রবিবার খোলা রইল নিউ মার্কেট। খুব বেশি আশা করেননি দোকানিরা। তা-ও লিন্ডসে স্ট্রিটে হাঁটতে গিয়ে যে লোকের সঙ্গে ধাক্কা লাগবে, তা ভাবতে পারেননি বেলুড়ের বিজয় নন্দী! বলছিলেন, 'ফাঁকায় ফাঁকায় শপিং করব ভেবে পুজোর একমাস আগে এলাম। ভুল ভেবেছিলাম!'

পুজোর একমাস বাকি ঠিকই। তবে মহালয়ার-উত্তর প্রথম রবিবারটা জলে দিতে নারাজ শপিংপ্রিয় মহানগর। বরং করোনা পরিস্থিতিতেও পুজোর কেনাকাটায় যে উৎসাহ-উদ্দীপনার ঘাটতি নেই, অন্যান্য বছরের তুলনায় অতটা ব্যাপক ভাবে না-হলেও এ দিন তার প্রমাণ মিলছে। মাস্ক পরে, পকেটে স্যানিটাইজারের বোতল নিয়ে বাজারমুখী হয়েছেন বহু মানুষ। হাতিবাগান থেকে গড়িয়াহাট, ওয়েস্ট সাইড থেকে সাউথ সিটি, নিউ মার্কেট থেকে দক্ষিণাপনে এটাই ছিল এ দিনের চিত্র।

যোধপুর পার্কের অলোক মুখোপাধ্যায় মেয়ে-বউয়ের জুতো কিনতে এসেছিলেন বাসন্তীদেবী কলেজ লাগোয়া বিপণিতে। পেশায় একটি বেসরকারি সংস্থার সেল্‌স এগজিকিউটিভ অলোক বলছিলেন, 'এ বার বাজেট কম। অনেকগুলো অ্যালাওয়েন্স কাটছাঁট করেছে কোম্পানি। ইনসেনটিভ শূন্য। আবার রাস্তায় বেরিয়ে করোনার ভয়ে দূরত্ববিধি মানার বাধ্যবাধকতা। তা বলে পুজোর কেনাকাটা করব না, তা কী করে হয়!'

এই ভাবনার সঙ্গে একমত গল্ফ গার্ডেন্সের সত্যজিৎ মিত্র। সাউথ সিটির লবিতে দাঁড়িয়ে বলছিলেন, 'ভালোমন্দ নিয়েই চলতে হবে। এ বার ঢের সমস্যা। কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে এখানে এসে সব ধারণা ভেঙে গিয়েছে। ভিড়ের জন্য ফের আসতে হল। কিন্তু আজ দেখছি, আরও ভিড়।'

নিউ মার্কেটের বনেদি বস্ত্র বিক্রেতা অঞ্জন পালের মতে, 'অক্টোবর মাস পড়তেই আসল ভিড়টা জমতে শুরু করবে।' গড়িয়াহাটে শাড়ি কিনতে এসে সন্তোষপুরের নিবেদিতা মিত্রর বক্তব্য, মানুষের হাতে এ বার নগদের জোগান কম হলেও তা পুজোর কেনাকাটায় বড় বাধা হবে না। তবে গড়িয়াহাটের শাড়ির একটি দোকানের মালিক সুজয় পোদ্দারের বক্তব্য, 'লোকাল ট্রেন না-চললে বাজার জমার আশা কম।'

লাইট হাউস সিনেমা সংলগ্ন বুথে ডিউটিতে থাকা এক পুলিশ অফিসার এ দিন হাসতে হাসতে বলছিলেন, 'পকেটমারি আর বাচ্চা হারিয়ে যাওয়া সংক্রান্ত সতর্কবার্তা মাইকে বলতে বলতে গলা শুকিয়ে যাবে, সেই পরিস্থিতি এখনও আসেনি। তবে এই রবিবার বুঝিয়ে দিল, সেই দিন আসতে আর দেরিতে নেই!'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল