অ্যাপশহর

ফোনে চিনা আগ্রাসন রুখতে জাপানি বোমা প্যানাসনিকের

ফোন স্মার্ট হয়েছে বহুদিন৷ এখন তারও বিবর্তনের পালা৷ বিজ্ঞানের অগ্রগতির অশ্বমেধের ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে এগোনোর পথে তার সারথী হয়েছে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই )’৷

Ei Samay 19 Aug 2017, 11:13 am
সুদীপ্ত তরফদার ■ নয়াদিল্লি
EiSamay.Com the new panasonic eluga series breaks the shackles of monotony by telling us that theres so much to do
ফোনে চিনা আগ্রাসন রুখতে জাপানি বোমা প্যানাসনিকের

ফোন স্মার্ট হয়েছে বহুদিন৷ এখন তারও বিবর্তনের পালা৷ বিজ্ঞানের অগ্রগতির অশ্বমেধের ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে এগোনোর পথে তার সারথী হয়েছে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই )’৷ গুগল , স্যামসাং -এর মতো বহুজাতিক আগেই এআই অ্যাসিন্ট্যান্ট দেওয়া স্মার্টফোন বাজারে এনে ফেলেছিল৷ যদিও সেই ফোন তুলনায় মহার্ঘ৷ এবার মিড -রেঞ্জ বাজেট স্মার্টফোন বলতে যা বোঝায় , সেই ৬-১৫ হাজার টাকার মধ্যে এলুগা সিরিজের দু’টি স্মার্টফোন , ‘এ৩ ’ ও ‘এ৩ -প্রো ’ বাজারে এনে ফেলল প্যানাসনিক , যাদের মধ্যেও রয়েছে তাদের নিজেদের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিন্ট্যান্ট (যাকে নাম দেওয়া হয়েছে আরবো )৷ যার জোরে , প্রত্যেক ব্যবহারকারীর অভ্যাস ও কাজের ধরন থেকে ‘শিখে ’ নিয়ে ব্যবহারকারীকে আরও ‘স্মার্ট’ হতে পরামর্শ দেবে স্মার্টফোন৷ পরবর্তী ‘টেক-স্যাভি ’ প্রজন্মকেই তাদের স্মার্টফোনের ‘টার্গেটেড ক্রেতা ’ বলে মনে করছে সংস্থা৷ তাদেরকে আকৃষ্ট করতে চিত্তাকর্ষক ডিজাইন , দুরন্ত হার্ডওয়্যার আর ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি এবং অত্যাধুনিক ক্যামেরা ও সফটওয়্যারও রাখা হয়েছে একই প্যাকেজিং -এ৷

এই অবধি , নেহাতই শুকনো তথ্য৷ ভারতে ফোনের বাজারে চিনা সংস্থাগুলির আগ্রাসন রুখতে এ বার জাপানি বোমা ফেলার উদ্যোগও নিয়েছে সংস্থা৷ সম্প্রতি নয়াদিল্লির সাততারা হোটেলে ‘এ -৩ ’ ও ‘এ৩ -প্রো ’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংস্থার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলিউড তারকা তাপসী পান্নু, যিনি আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারও বটে , ত াঁকে পাশে নিয়ে কোম্পানির অন্দরের খবর জানালেন প্যানাসনিক ইন্ডিয়া অ্যান্ড এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও মণীশ শর্মা ও প্যানাসনিক ইন্ডিয়ার মোবিলিটি ডিভিশনের প্রধান পঙ্কজ রাণা৷ পঙ্কজের দাবি , চলতি বছরের মধ্যে ২০ হাজার টাকার মধ্যে ২৮টি মডেল এনে বাজার ছেয়ে ফেলতে চলেছেন তাঁরা৷ যার মধ্যে ২০টি মিলবে অফলাইনে , বাকিগুলি অনলাইনে৷ তার থেকেও বেশি , বৃহস্পতিবার , ১০ জুন থেকে একপক্ষকালের মধ্যে ৫ -৬টি এবং তার পরবর্তী পক্ষকালের মধ্যে ৫ -৬টি ধরে এক মাসের মধ্যে মোট ১১টি মডেল নিয়ে আসা হচ্ছে বাজারে৷ সচরাচর যে ধরনের ‘অ্যাগ্রেসিভ মার্কেটিং’ করার পথে হাঁটেনি কোনও মোবাইল সংস্থা৷ একসঙ্গে এত মডেল আসায় , পুজোর আগে কেনার সময় যাতে বেছে নিতেও হাঁপিয়ে ওঠেন ক্রেতারা৷ শুধু ফোনই নয় , পুজোর মুখে ফোন কিনলে বাড়তি হিসেবে মিলবে ২ বিএইচকে বাড়ি , মোটরবাইক -সহ একাধিক লোভনীয় দ্রব্য বিনামূল্যে পাওয়ার লাকি -ড্র’য়ে অংশ নেওয়ার সুযোগ৷

বাজারে শাওমি , লেনোভো , এমআই , স্যামসাং -সহ বিপুল জনপ্রিয় প্রতিপক্ষদের সঙ্গে বাজার ধরার ক্ষেত্রে এখনই তাঁদের কোনও লড়াই নেই জানিয়ে মণীশের দাবি , ‘আপাতত আমজনতার মধ্যে সহজসাধ্য দামে স্মার্টফোনের প্রচুর মডেল এনে ব্র্যান্ড ইক্যুইটি বাড়ানো এবং ক্রেতাদের আস্থা অর্জনই আমাদের প্রাথমিক লক্ষ্য৷ গত অর্থবর্ষে ২০ লক্ষ স্মার্টফোন বিক্রি করে প্রায় ১৪০০ কোটি টাকা আয় করেছে কোম্পানি৷ এ বছর ৩০ লক্ষ স্মার্টফোন বিক্রি রয়েছে সংস্থার৷ ’ তিনি আরও জানান , গোটা দেশে ২৫০টি এক্সক্লুসিভ রিটেল কাউন্টার -সহ একাধিক দোকান থেকে পাওয়া যাবে প্যানাসনিকের ফোনগুলি৷ বিক্রিতে গুজরাট , উত্তর প্রদেশ , মধ্যপ্রদেশ , রাজস্থানের মতো রাজ্যগুলির সঙ্গেই জোর দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে বিক্রিতেও৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল