অ্যাপশহর

বিদেশি পণ্য আমদানিতে রাশ টানতে লাইসেন্স ব্যবস্থা শুরু করতে চাইছে সরকার

বিশ্ব মানচিত্রে ভারতকে উৎপাদনের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে কেন্দ্র কয়েক সপ্তাহ আগে ইন্সেনটিভ-লিঙ্কড ম্যানুফ্যাকচারিং পলিসি বা শিল্পনীতি ঘোষণা করে।

EiSamay.Com 4 Aug 2020, 11:18 am
এই সময়:বিশ্ব মানচিত্রে ভারতকে উৎপাদনের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার কয়েক সপ্তাহ আগে ইন্সেনটিভ-লিঙ্কড ম্যানুফ্যাকচারিং পলিসি বা শিল্পনীতি ঘোষণা করে। এ বার আসবাব, খেলনা, খেলাধূলার সরঞ্জাম প্রভৃতি বিদেশি পণ্য আমদানিতে রাশ টানতে লাইসেন্স ব্যবস্থা শুরু করতে চাইছে সরকার।
EiSamay.Com the government wants to start a licensing system to curb the import of foreign goods
প্রতীকী ছবি।


ফলে, ওই শ্রেণির বিদেশি পণ্য আমদানি করতে হলে আমদানিকারীকে লাইসেন্স করাতে হবে এবং এই ব্যবস্থা শীঘ্রই চালু হতে চলেছে।সরকারের বিশ্বাস, এর ফলে বিদেশ থেকে পণ্যের আমদানি করার ঝোঁক কমবে এবং দেশে ওই পণ্যের উৎপাদন বাড়বে।

উল্লেখ্য, গাড়ির টায়ার, রঙিন টেলিভিশন প্রভৃতি কয়েকটি পণ্য আমদানিতে ইতিমধ্যেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সমস্ত পণ্যের বেশিরভাগটাই আসত চিন থেকে।

লাইসেন্স ব্যবস্থা শুরু করার পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর কথাও বিবেচনা করছে কেন্দ্র। তবে, বিশ্ব বাণিজ্য সংগঠন বা ডব্লিউটিও-এর আওতায় কোনও দেশ একটি নির্দিষ্ট সীমা অবধি আমদানি শুল্ক বাড়াতে পারে।

এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, 'সীমা শুল্ক বাড়িয়ে আমদানি কমানোর উদ্দেশ্য অনেক সময়ই সফল হয় না, বিশেষ করে, ওই সমস্ত পণ্যের উপর যদি আমদানি শুল্ক অত্যন্ত কম হয়। সে ক্ষেত্রে, নন-ট্যারিফ বা শুল্ক নয় এমন কোনও উপায়ে ওই আমদানি কমানোর কথা সরকারকে ভাবতে হয়। সেই কারণে, মোদী সরকার লাইসেন্স ব্যবস্থার পুনঃপ্রবর্তন করার কথা ভাবছে।'

তাছাড়া, লাইসেন্স প্রথায় ডব্লিউটিও-এর আইনি জটিলতাও এড়ানো সহজ। আধিকারিকটি আরও জানান, যে ২০টি শিল্প ক্ষেত্রে ভারতের তুলনামূলক সুবিধা রয়েছে সেই ক্ষেত্রগুলিতেই আমদানি কমানোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।

এর মধ্যে রয়েছে আসবাব, এয়ারকন্ডিশনার, চর্মজ পণ্য, জুতো, অ্যাগ্রো-কেমিক্যালস, রেডি-টু-ইট ফুড, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, বস্ত্রবয়ন, বৈদ্যুতিক গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, টেলিভিশনের সেট-টপ বক্স, সিসিটিভি, ইথানল ও বায়োফুয়েল, খেলনা, খেলার সরঞ্জাম প্রভৃতি।

এই সমস্ত পণ্যের আমদানি কমাতে কী ধরণের ব্যবস্থা নেওয়া যায় তার জন্য সরকার বিভিন্ন শিল্প সংস্থা ও সংগঠনের মতামত নিচ্ছে, যাতে ওই ব্যবস্থা নেওয়ার পর দেশের শিল্প সংস্থাগুলি ওই সমস্ত পণ্যের উৎপাদন এ দেশে দ্রুত শুরু করতে পারে এবং বাজারে পণ্যগুলির দাম না বাড়ে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল