অ্যাপশহর

দু’হাজার টাকার নোটে কালো টাকা রাখা কমছে

মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অথর্মন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৭-১৮ সালে অর্থবছরে আয়কর দপ্তরে তল্লাশিতে উদ্ধার হওয়া হিসাব বর্হিভূত নগদে ৬৭.৯১ শতাংশই ছিল দু’হাজার টাকার নোটে। গত অর্থবছরে (২০১৮-১৯) ওই পরিমাণ কমে আসে ৬৫.৯৩ শতাংশে এবং এ বছর ৪৩.২২ শতাংশে।

EiSamay.Com 21 Nov 2019, 1:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পুরোনো পাঁচশ’ ও হাজার টাকার নোট বাতিল করে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক যে নতুন দু’হাজার টাকার নোট চালু করেছিল, কালো টাকার কারবারিরা সেই দু’হাজার টাকার নোটেই তাদের করফাঁকির বেশিরভাগ নগদ অর্থ সরিয়ে রেখেছে।
EiSamay.Com 2000 note
২০০০-এর নোট


মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অথর্মন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৭-১৮ সালে অর্থবছরে আয়কর দপ্তরে তল্লাশিতে উদ্ধার হওয়া হিসাব বর্হিভূত নগদে ৬৭.৯১ শতাংশই ছিল দু’হাজার টাকার নোটে। গত অর্থবছরে (২০১৮-১৯) ওই পরিমাণ কমে আসে ৬৫.৯৩ শতাংশে এবং এ বছর ৪৩.২২ শতাংশে। বাতিল নোটের ঘাটতি মেটাতে বাজারে আনা নতুন দু’হাজার টাকার নোট অবশ্য দ্রুত বাজার থেকে উধাও হতে শুরু করে। রিজার্ভ ব্যাঙ্কও কোনও কারণ না দেখিয়ে দু’হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেয়।

এর পরই জল্পনা বাড়তে শুরু করে, কেন্দ্রীয় সরকার বোধহয় দু’হাজার টাকার নোটও বাতিল করবে। নোটবন্দির পর আরএসএস তাত্ত্বিক নেতা স্বামীনাথন গুরুমূর্তি, যাঁকে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের সদস্য নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার, বলেছিলেন, পাঁচ বছরের মধ্যে দু’হাজার টাকার নোট বাতিল করা হবে। সেই সময় সরকারের মুখপাত্র কেন্দ্রীয় অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তিতে দু’হাজার টাকার নোট বাতিলের প্রস্তাব নতুন করে উত্থাপন করেন। তাঁর কথায়, দু’হাজার টাকার নোট এখন আর দৈনন্দিন লেনদেনের জন্য ব্যবহৃত হয় না। ওই নোট বাজার থেকে প্রায় উবে গিয়েছে কারণ দু’হাজার নোটে কালো টাকা মজুত হচ্ছে। ফলে, এখন সরকার কোনও অর্থনৈতিক বিঘ্ন না ঘটিয়েই দু’হাজার টাকার নোট বাতিল করতে পারে।’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল