অ্যাপশহর

Tata Consultancy Services: কর্মীদের 100% বোনাস, বেতন বৃদ্ধিও! বড় ঘোষণা TCS-র?

বেতনবৃদ্ধি, বোনাস।—নতুন বছরের আগেই কর্মীদের জন্য একসঙ্গে ডাবল ধামাকার ঘোষণা করেছেন টিসিএস কর্তৃপক্ষ। একাধিক সংবাদপত্রে এমনই রিপোর্ট বেরিয়েছে। সত্যিই কি তাই?

Produced byDebnil Saha | Lipi 30 Dec 2022, 4:46 pm
Tata Consultancy Services: নতুন বছরের আগেই ‘বড় খবর’ টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর কর্মীদের জন্য। কারণ, বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষ্যে সংস্থার কর্মীদের 20% বেতন বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ‘ভ্যারিয়েবল পে’ দেওয়া হবে 100%! অভাবনীয় এই খবরে স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি হয়েছে তথ্যপ্রযুক্তি মহলে। একাধিক সংবাদপত্রের রিপোর্ট থেকেও তেমনটাই জা‌না যাচ্ছে।
EiSamay.Com Tata Consultancy Services
টাটা কনসালটেন্সি সার্ভিস (ফাইল ছবি)

যদিও এই খবরের কোনও সত্যতাই নেই! জানাচ্ছেন টিসিএস কর্তৃপক্ষ খোদ। রিপোর্ট সম্পর্কে ওয়াকিবহাল এক কর্তার বক্তব্য, ‘‘এই খবর ঠিক নয়।’’

অথচ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, সংস্থার প্রায় 6 লাখ কর্মীদের মধ্যে 4 লাখ কর্মীদের 100% বোনাস দেওয়া হবে চলতি আর্থিক বর্ষের জন্য। বাকি 30% কর্মী বোনাস পাবেন ‘পারর্ফম্যান্সে’র ভিত্তিতে। মিডিয়া রিপোর্টে এও বলা হয়েছিল, টিসিএস 70% কর্মীদের জন্য বড়দিন উপলক্ষ্যে 20% বেতন বৃদ্ধি করবে। বাকিদের জন্য পারর্ফম্যান্সের ভিত্তিতে বেতন দেওয়া হবে। যা নিয়ে স্বভাবতই আলোড়ন তৈরি হয়েছিল তথ্যপ্রুক্তি সেক্টরে।

Read More: বছরশেষে আরও এক কোম্পানির মালিকানা মুকেশ আম্বানির হাতে!

যদিও এই খবর ঠিক নয় বলে জানা যাচ্ছে। টিসিএস কর্তৃপক্ষ এই রকম কোনও ঘোষণাই করেননি। উল্টে মিডিয়ায় প্রকাশিত রিপোর্টের ভিত্তি নেই বলেই দাবি করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি টিসিএস 10,431 কোটি টাকার নেট লাভ করেছে। এই প্রথমবার কোনও অর্ধে 10,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সংস্থা। সে কারণেই মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনেকের কাছে আরও বাস্তবসম্মত মনে হয়েছে। তাঁদের বক্তব্য, সংবাদপত্রের রিপোর্ট পড়ে মনে হয়েছিল প্রথমবার এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য খুশি হয়ে কোম্পানি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন!

বিশেষ করে এমন এক পরিস্থিতি যেখানে বিশ্বের সমস্ত বড়-বড় তথ্যপ্রযুক্তি সংস্থারা তাদের কর্মী ছেঁটে ফেলছে, সেখানে একদম উল্টো পথে হেঁটে বেতন ও বোনাস ঘোষণার এই খবরে স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছিলেন অনেকে। তাঁরা এও জানাচ্ছেন, এত বড় সিদ্ধান্ত হলে আগে সংস্থার কর্মীরা জানবেন। কারণ, কোম্পানি কর্তৃপক্ষ বরাবরই আগে কর্মীদের সামনে এই ধরনের ঘোষণা করেছেন বা অন্যভাবে ই-মেলের মাধ্যমে জানিয়েছেন। সেখানে এই খবর কর্মীরা বিন্দুমাত্র কিছু জানলেন না একেবারে সংবাদপত্রের রিপোর্ট থেকে জানতে হচ্ছে, এটা নিয়ে অনেকেরই সংশয় ছিল।

Read More: 2023-এ বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধি সর্বনিম্ন হলেও ভারতের দৌড় চলবেই, জানালেন টাটা সন্সের চেয়ারম্যান

এমনিতে টিসিএসের চাকরিকে অন্যতম নিরাপদ চাকরি বলে মনে করা হয়। যখন সারা বিশ্বে বড়-বড় সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে, সে সময়েও টিসিএসে 1200 নতুন কর্মী যোগ দিয়েছেন। তাছাড়া 2022 সালের জুলাই-সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সংস্থার কর্মী সংখ্যা 9,840জন বৃদ্ধি পেয়েছে। 2022 সালের 30 সেপ্টেম্বর কোম্পানির মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে 6,16,171।
লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর