অ্যাপশহর

ক্ষতির মুখে ইউরোপের ইস্পাত ব্যবসা বিক্রি করতে চায় টাটা স্টিল

ঠিক ন ’বছর আগে কোরাস অধিগ্রহণ করে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত নির্মাণকারী সংস্থার শিরোপা পেয়েছিল টাটা স্টিল৷

EiSamay.Com 31 Mar 2016, 12:45 pm
এই সময় : ঠিক ন ’বছর আগে কোরাস অধিগ্রহণ করে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত নির্মাণকারী সংস্থার শিরোপা পেয়েছিল টাটা স্টিল৷ আর সেই কোরাস -এর আর্থিক বেহাল দশা এখন এমন যে টাটা স্টিল তাদের ইউরোপের ব্যবসা বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে৷ মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসেছিল সংস্থার পরিচালন পর্ষদ৷ ইউরোপে তাদের ব্যবসার একদিকে স্থবিরতা এবং অন্যদিকে অপেক্ষাকৃত অনেক কম দামে ইস্পাত আমদানি হওয়ার কারণে ব্রিটেনে টাটা স্টিলের পণ্যের বাজার নেই বললেই চলে৷ সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে , ‘ব্রিটেনের ব্যবসার পরিস্থিতি খতিয়ে দেখে টাটা স্টিলের পরিচালন পর্ষদ তাদের ইউরোপিয় হোল্ডিং সংস্থা , টাটা স্টিল ইউরোপ -এর বোর্ডকে টাটা স্টিল ইউকে -র সম্পূর্ণ বা আংশিক বিলগ্নিকরণ সহ ব্যবসার পুনর্গঠন করার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে৷ ’নিকট ভবিষ্যতে যে পরিমাণ তহবিলের প্রয়োজন পড়বে , তা জোগাড় করা প্রায় অসম্ভব৷
EiSamay.Com tata steel seal their company in europe
ক্ষতির মুখে ইউরোপের ইস্পাত ব্যবসা বিক্রি করতে চায় টাটা স্টিল


এমতাবস্থায় টাটা স্টিলের পরিচালন পর্ষদ টাটা স্টিল ইউরোপ বোর্ডকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করে সবথেকে কার্যকর পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে৷ এদিকে টাটা স্টিলের এই ঘোষণায় চিন্তিত ব্রিটিশ সরকার জানিয়েছে , তারা দেশের বৃহত্তম ইস্পাত কারখানা টাটা স্টিল ইউকে -র মালিকানাধীন পোর্ট ট্যালবটে সাড়ে পাঁচ হাজার কর্মীর চাকরি বাঁচাতে অল্পদিনের জন্য মালিকানা কিনে নিতে পারে৷ মন্ত্রী আন্না সৌবরি জানিয়েছেন , পরবর্তী ক্রেতা না পাওয়া পর্যন্ত সরকার কারখানাটির মালিকানা নিতে পারে৷ প্রসঙ্গত , সব মিলিয়ে ব্রিটেনে টাটা স্টিলে ১৫ হাজার কর্মী রয়েছেন৷ বিশেষজ্ঞদের মতে , কোরাস অধিগ্রহণের জন্য টাটা স্টিলকে যে বিশাল পরিমাণ ঋণ নিতে হয়েছিল মূলত সেই ঋণের বোঝা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কারণেই সংস্থার এহেন পরিকল্পনা৷ পাশাপাশি , গোটা ইউরোপে বিশেষ করে ব্রিটেনে খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন ইস্পাত নির্মাণকারী সংস্থাগুলি৷ ২০০৭ -এর এপ্রিলে কোরাস অধিগ্রহণ করে টাটা স্টিল৷

কোরাসের বর্তমান নাম টাটা স্টিল ইউরোপ৷ ২০০৭ -০৮ সালের বার্ষিক রিপোর্টে টাটা স্টিল জানিয়েছিল যে কোরাস অধিগ্রহণের জন্য তারা দীর্ঘমেয়াদি ভিত্তিতে পুঁজির সংস্থান সম্পূর্ণ করে ফেলেছে৷ প্রায় ১৪২০ কোটি মার্কিন ডলারে কোরাস অধিগ্রহণ করে টাটা স্টিল৷ এর মধ্যে ১০৫০ কোটি মার্কিন ডলার ব্রিজ ফান্ডিং করা হয় , বাকিটা টাটা স্টিল তাদের নিজস্ব তহবিল এবং ঋণ জোগাড় করে মেটায়৷ সংস্থাটি মেয়াদি ভিত্তিতে ২৫ -টিরও বেশি ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানের থেকে প্রায় ৬২০ কোটি মার্কিন ডলার ঋণ নেয় , যা পরিশোধ করার সময়সীমা ছিল পাঁচ বছর৷ টাটা স্টিল ইউকে -র আয় থেকে এই ঋণ মেটানোর কথা ছিল৷ কিন্ত্ত ,এর অব্যবহিত পরেই আর্থিক মন্দা এবং ইউরোপিয় বাজারে ইস্পাতের চাহিদা কমে যাওয়ায় সংস্থার বিক্রি কমে যায় , যা এখনও অব্যাহত৷

টাটা স্টিল তার ২০১৪ -১৫ -র বার্ষিক রিপোর্টে জানায় , তাদের অপ্রত্যক্ষ অধিগৃহীত সংস্থা টাটা স্টিল ইউকে হোল্ডিংস মেয়াদি ঋণ মারফত্ আর্থিক দায়ভার কমাবে৷ কোরাস অধিগ্রহণ হেতু বিপুল আর্থিক দায়ভার ঘাড়ে চেপেছে বলে তারা জানায়৷ তবে এতদসত্ত্বেও ইউরোপের বাজারে গত ১২ মাস ধরে তাদের ব্যবসা ক্রমাগত মার খেয়েছে৷ সমস্ত বিষয় পর্যালোচনা করে টাটা স্টিল তাদের ইউরোপের ব্যবসা বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে৷ ব্রিটেনে তাদের লং প্রোডাক্ট ব্যবসা বিক্রি করার জন্য আলোচনা চলছে গ্রেবুল -এর সঙ্গে৷ প্রসঙ্গত , গত এক বছর ধরে টাটা স্টিল একের পর এক প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে চলেছে৷ ৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল