অ্যাপশহর

​চপার কাণ্ডে সাইরাস-বোমা! 'দুর্নীতিতে জড়িত টাটা ডিরেক্টর'

টাটা সন্স-এর ডিরেক্টর পদে যোগ দেওয়ার আগে ইউপিএ আমলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকে সচিব ছিলেন বিজয় সিং।

EiSamay.Com 11 Dec 2016, 8:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অগাস্টাওয়েস্টল্যান্ড দুর্নীতিতেও এবার টাটা সন্স-কে জড়ালেন সংস্থার বিতাড়িত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। এবার সাইরাসের বিস্ফোরক দাবি, ৩ হাজার ৬০০ কোটি টাকার চপার দুর্নীতিতে টাটা সন্স-এর ডিরেক্টর বিজয় সিং অন্যতম ভূমিকা পালন করেছিলেন। সাইরাসের কথায়, 'প্রতিরক্ষা সচিব হিসেবে ২০১০ সালে অগাস্টাওয়েস্টল্যান্ডকে বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিজয় সিং।'
EiSamay.Com tata sons director vijay singh played key role in agustawestland scam cyrus mistry
​চপার কাণ্ডে সাইরাস-বোমা! 'দুর্নীতিতে জড়িত টাটা ডিরেক্টর'


সম্প্রতি টাটা সন্স একটি বিবৃতি দিয়ে জানায়, চেয়ারম্যান হওয়ার জন্য সংস্থার প্যানেলকে ভুল পথে চালিত করেছিলেন মিস্ত্রি। সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার রতন টাটার সিদ্ধান্তকে সঠিক বলেও জানান বিজয় সিং। এরপরই বিজয় সিংকে একহাত নিয়ে সাইরাস মিস্ত্রি অগাস্টাওয়েস্টল্যান্ড দুর্নীতিতে সরাসরি বিজয় সিং-এর দিকে আঙুল তোলেন।

টাটা সন্স-এর ডিরেক্টর পদে যোগ দেওয়ার আগে ইউপিএ আমলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকে সচিব ছিলেন বিজয় সিং। ২০১৩ সালে টাটা সন্স-এর বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পান তিনি।

# Cyrus Mistry on Sunday accused Vijay Singh, a nominee director on the Tata Sons board, of playing a key role in the Rs 3,600 crore AgustaWestland VVIP choppers scam.

#"As defence secretary, Singh was a key official involved in award of Rs 3600 crore VVIP helicopter contract to AugustaWestland in 2010," a statement from Mistry's office said.

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল