অ্যাপশহর

সুকন্যা সমৃদ্ধি vs PPF: কোথায় লগ্নি করলে লাভ বেশি আপনার?

কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সঠিক প্রকল্পে লগ্নি করা খুবই জরুরি। এর মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা খুবই জনপ্রিয়। অন্যদিকে, PPF সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প। কিন্তু এই দুইয়ের মধ্যে সেরা কোনটা? জানুন সমস্ত তথ্য।

EiSamay.Com 21 Mar 2021, 8:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কন্যা সন্তানের পড়াশোনা এবং বিয়ে নিয়ে প্রায় প্রত্যেক অভিভাবক কম-বেশি দুশ্চিন্তা করে থাকেন। সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে সঠিক সঞ্চয় খুব জরুরি। স্বাভাবিকভাবে এ জন্য এমন প্ল্যান বেছে নেওয়া প্রয়োজন যা ভবিষ্যতে সেরা রিটার্ন দেবে।
EiSamay.Com money 1
প্রতীকী ছবি


যাঁদের কন্যাসন্তান রয়েছে, তাঁরা সুকন্যা সমৃদ্ধি যোজনা-য় (Sukanya Samriddhi Yojana) লগ্নি করতে পারবেন। 2015 সালের জানুয়ারি মাসে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। সঞ্চয়ের পাশাপাশি এই প্রকল্পে রয়েছে কর ছাড়ের ব্যবস্থাও।

Best Corporate FD: ব্যাঙ্কে সুদ কমে যাচ্ছে, FD-তে 9% পর্যন্ত রিটার্ন দিচ্ছে এই 10 সেরা কোম্পানি
যদিও কন্যা সন্তানের নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে কেবলমাত্র এই একটিমাত্র প্রকল্পে সমস্ত সঞ্চয় গচ্ছিত না রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সঞ্চয়ের একটা ক্ষুদ্র অংশ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে জমা রাখার পরামর্শও দেওয়া হয়ে থাকে। গত 31 মার্চ শেষ হতে চলা ত্রৈমাসিকে Sukanya Samriddhi Yojana-য় 7.6 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। অন্যদিকে, PPF-এ পাওয়া যাচ্ছে 7.10 শতাংশ সুদ। অর্থাৎ PPF-এর তুলনায় সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার 0.50 শতাংশ বেশি। উল্লেখ্য, প্রতি ত্রৈমাসিকে সুদের হার রিভাইস করা হয়। উভয় ক্ষেত্রে আয়করে ছাড় পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, PPF এবং সুকন্যা সমৃদ্ধির মধ্যে তুলনার প্রসঙ্গ আসে, সুকন্যা সমৃদ্ধি বেছে নেওয়া অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। কারণ সুদের হার। PPF-এর তুলনায় সুকন্যাতে বেশি সুদ পাওয়া যাচ্ছে। আগামী দিনেও এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু মেয়ের বাবা-মা খুলতে পারবেন। এক কন্যার জন্য একটিই অ্যাকাউন্ট খোলা যাবে। বাবা ও মা পৃথক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য ব্যাংক অ্যাকাউন্ট শুধু মেয়ের বাবা-মা খুলতে পারবেন। এক কন্যার জন্য একটিই অ্যাকাউন্ট খোলা যাবে। বাবা ও মা পৃথক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

আগে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সর্বনিম্ন ₹1,000 জমা করা যেত। এখন তা কমিয়ে ₹250 করা হয়েছে। সর্বোচ্চ ₹1.5 লাখ জমা করা যাবে। বছরে যত বার খুশি টাকা জমা দেওয়া যায়। মনে রাখতে হবে বছর প্রতি ন্যূনতম টাকা জমা না করলে আর্থিক জরিমানা করা হবে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর