অ্যাপশহর

মিস্ত্রি vs টাটা: TCS আর কোরাস নিয়ে ‘মিথ্যাচার’ সাইরাসের!

গত কাল টাটা সন্স-এ অপসারিত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি অভিযোগ তুলেছিলেন, রতন টাটা আইবিএসের কাছে TCS বিক্রি করে দিতে চেয়েছিলেন।

EiSamay.Com 23 Nov 2016, 7:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত কাল টাটা সন্স-এ অপসারিত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি অভিযোগ তুলেছিলেন, রতন টাটা আইবিএসের কাছে TCS বিক্রি করে দিতে চেয়েছিলেন। তবে আজ তাঁর সেই অভিযোগকে একেবারে ‘ডাহা মিথ্য’ বলে উড়িয়ে দিলেন টিসিএস-এর প্রাক্তন সিইও এবং ডেপুটি চেয়ারম্যান এফ সি কোহলি।
EiSamay.Com statement from mr fc kohli former deputy ceo chairman tcs
মিস্ত্রি vs টাটা: TCS আর কোরাস নিয়ে ‘মিথ্যাচার’ সাইরাসের!


সংস্থার তরফে একটি বিবৃতি তিনি বলেন, ‘সাইরাস মিস্ত্রি গত কাল TCS বিক্রি করা নিয়ে যে মন্তব্য করেছেন তা একেবারেই ঠিক নয়। আমি গোড়া থেকে আইবিএম-কে ভারতের নিয়ে সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলাম। এটি একটি জয়েন্ট ভেঞ্চার ছিল। যাতে ভারতে কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে জোর দেওয়া হয়েছিল। টাটা-আইবিএম তৈরি হয় ১০৯১-’৯২ সালে। সে সময় ভারতে কম্পিউটার নিয়ে তেমন একটা সচেতনতা বা পরিবেশ কোনওটাই ছিল না। আমি জোর গলায় বলছি, এ সময়ের মধ্যে কখনই টাটা গ্রুপ একবারও টিসিএস বিক্রি করার কথা ভাবেনি।’

শুধু তাই নয়, কোরাস গ্রুপ নিয়ে সাইরাস যে বিষোদ্গার করেছেন তা নিয়েও পৃথক একটি বিবৃতি দিয়েছেন টাটা স্টিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং এমডি বি মুথুরামন। তিনি বলেন, ‘আমি রীতিমতো বিস্মিত এবং দুঃখিত এ ধরনের মন্তব্যে। প্রায় এক দশক আগে কোরাস অধিগ্রহণ নিয়ে যে ধরনের কথা বলা হয়েছে তা মোটেই কাম্য নয়। প্রথমেই মনে রাখতে হবে অধিগ্রহণ হয়েছিল ২০০৭ সালে। এক বছরের মধ্যে বিশ্বজুড়ে রিসেশনের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও ঘুরে দাঁড়াচ্ছে কোরাস।’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল