অ্যাপশহর

এ বার রূপশ্রী, মেয়ের বিয়ের জন্যও মমতার ₹২৫০০০

এবারের বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে কৃষি, চা শ্রমিক ও গ্রামোন্নয়নে।

EiSamay.Com 31 Jan 2018, 3:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আক্ষরিক অর্থেই জনমোহিনী! 'কন্যাশ্রী' প্রকল্প ইতোমধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। এ বার 'রূপশ্রী'। রূপশ্রী প্রকল্পে, সব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম, সেই পরিবারের মেয়ের বয়স ১৮ বছর হলেই সরকার তাঁর বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে।
EiSamay.Com state budget 2018 ruposhree scheme for economically backward families
এ বার রূপশ্রী, মেয়ের বিয়ের জন্যও মমতার ₹২৫০০০


বুধবার রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এবারের বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে কৃষি, চা শ্রমিক ও গ্রামোন্নয়নে। বিশেষজ্ঞ মহলের মতে, সামনেই পঞ্চায়েত ভোট। বাজেটে তার প্রতিফলন।

একাধিক নয়া ঘোষণা ও প্রস্তাব বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী। তিনি জানান, নোট বাতিলের জন্য ভেঙে পড়েছে কৃষি অর্থনীতি। তারই মধ্যে রাজ্য চেষ্টা করেছে, যতটা সম্ভব কৃষকদের আর্থিক বোঝা কমানোর। যার নির্যাস, কৃষকদের জন্য ১০০ কোটি টাকার তহবিল। একই সঙ্গে কৃষিকাজের জন্য কৃষিজমি কেনা হলে মিউটেশন ফি-ও মকুব করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

এছাড়াও কন্যাশ্রী প্রকল্পে রাজ্যের ছাত্রীদের বার্ষিক বৃত্তি ৭৫০ টাকা থেকে ১০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ১ কোটি টাকা মূল্যের সম্পত্তিতে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে। এ বারের বাজেট ঘাটতি ৬ কোটি টাকা।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল