অ্যাপশহর

হাতে ₹৮০০ কোটির প্রজেক্ট, বড় লক্ষ্যে শ্রাচী গ্রুপের BTL EPC

জন্মের ১২ বছর পরও একই দক্ষতার সঙ্গে কাজ করে আসছে BTL EPC।

EiSamay.Com 28 Mar 2018, 8:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জন্মের ১২ বছর পরও একই দক্ষতার সঙ্গে কাজ করে আসছে BTL EPC। তারই সুফল হিসেবে এবার ₹৮০০ কোটির অর্ডার হাতে পেল কলকাতার এই সংস্থা। এই প্রকল্পের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ ক্ষেত্রে আরও এগিয়ে যেতে বদ্ধপরিকর শ্রাচী গ্রুপের এই শাখা সংস্থা ।
EiSamay.Com প্রতীকী ছবি
প্রতীকী ছবি


সাফল্য সম্পর্কে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবি টোডি বলেন, ‘শ্রাচী গ্রুপের প্রতিস্থাপনার পর অনেক দূর এসেছি আমরা। ভবিষ্যতেও সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হতে থাকব। আগামী কয়েক বছরেই ১৫% থেকে ২০% CAGR বৃদ্ধি আশা করছি আমরা।’ প্রসঙ্গত, বর্তমানে দেশের EPC সেক্টরে উজ্জ্বল সংস্থাগুলির মধ্যে অন্যতম BTL EPC।

কলকাতায় অবস্থিত সংস্থাটির বিদ্যুৎ ও স্টিল ছাড়াও সোলার ডিভিশন, জলপ্রকল্প এবং কোল-এর মতো প্রকল্পের কাজ সাফল্যের সঙ্গে করে আসছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল