অ্যাপশহর

এবার নিঃশব্দে বাড়াল ট্রেনের ভাড়া, জানুন বিশদে...

স্বল্প দূরত্বের ট্রেনের ভাড়া বৃদ্ধি করল ভারতীয় রেল। সম্প্রতি নিঃশব্দে ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হলেও এর কারণ ব্যাখ্যা করে গতকাল একটি বিবৃতি দিয়েছে দেশের বৃহত্তম গণপরিবহন সংস্থাটি। কী কারণে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে? জানতে ক্লিক করুন।

EiSamay.Com 25 Feb 2021, 1:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন বছরে এবার বাড়ল ট্রেনের ভাড়া। স্বল্প দূরত্বের ট্রেনের ভাড়ায় কোপ পড়েছে। ২০২১ সালের শুরুর দিকে বর্ধিত ভাড়া কার্যকর হলেও এতদিন পর্যন্ত রেল মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। বিভিন্ন জোনের তরফে পৃথকভাবে এই বিষয়ে দায়সারা বিবৃতি দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে হইচই শুরু হওয়ার পরে বুধবার ভারতীয় রেলের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কোভিডের হাত থেকে দেশ এখনও নিষ্কৃতি পায়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় রেলযাত্রা থেকে নিরুৎসাহিত করতে স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেনগুলিতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
EiSamay.Com rail 1
প্রতীকী ছবি


কোভিড সংক্রমণের জেরে ২০২০ সালের ২২ মার্চ থেকে দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে 'স্পেশ্যাল ট্রেন' চালু হলেও নিয়মিত রেল পরিষেবা বন্ধ আছে। সূত্রের খবর, স্পেশাল ট্রেনে বিশেষ ভাড়া নেওয়ার সংস্থান বহু আগে থেকেই আছে। এক্ষেত্রে মূল ভাড়ার ১০ থেকে ২০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার অধিকার আছে রেলের হাতে। এই সংস্থান ব্যবহার করে নিঃশব্দে ভাড়া বাড়ানো হয়েছে।

আরও ₹25 বাড়ল গ্যাসের দাম, ফেব্রুয়ারিতে এই নিয়ে তৃতীয় বার!
এই প্রসঙ্গে ভারতীয় রেলের তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে, দেশে কোভিড এখনও রয়েছে। কয়েকটি রাজ্যে পরিস্থিতির অবনতি হচ্ছে। অনেক রাজ্য ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে অপ্রয়োজনে যাত্রীদের স্বল্প দূরত্বের ট্রেন সফরে নিরুৎসাহিত করতে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া ভাড়া বৃদ্ধির পরিমাণও খুব কম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সরকার কোনও ব্যবসা করবে না, চলবে ঢালাও বেসরকারিকরণ; এবার প্রকাশ্যে ঘোষণা মোদীর

এদিকে, স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়লেও শহরতলির লোকাল ট্রেন এবং সিজন টিকিটকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এই ক্ষেত্রে পুরনো ভাড়াই বহাল থাকছে। একইসঙ্গে অপরিবর্তিত থাকছে প্ল্যাটফর্ম টিকিটের দাম, রিজারভেশন চার্জ।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল