অ্যাপশহর

সরকারি ছাড়পত্রের অপেক্ষা, খোলা বাজারে Covishield বিক্রির তোড়জোড় শুরু!

সব ঠিকঠাক থাকলে খুব শিগগির Covishield খোলা বাজারে বিক্রি হবে! প্রকাশিত খবর অনুসারে, কোভিডের ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বিক্রির অনুমতির জন্য আবেদনের পরিকল্পনা নিয়েছে সেরাম ইনস্টিটিউট। এর দাম কত হতে পারে?

EiSamay.Com 6 Apr 2021, 5:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার বাণিজ্যিকভাবে কোভিডের টিকা বিক্রির প্রস্তুতি শুরু করে দিল পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। Covishield-এর বিপণনের অনুমোদনের জন্য আবেদন করতে পারে তারা। তাদের সেই আবেদন গ্রাহ্য হলে SII বাণিজ্যিকভাবে করোনার ভ্যাকসিন বিক্রি করতে পারবে।
EiSamay.Com vaccine
প্রতীকী ছবি


বাজারে Covishield বাণিজ্যিকভাবে বিক্রির জন্য চলতি এপ্রিল মাসের শেষের দিকে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন-এর (CDSCO) কাছে আবেদন করতে পারে সেরাম ইনস্টিটিউট। বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় বাণিজ্যিক সংবাদমাধ্যম। উল্লেখ্য, ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা AstraZeneca এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার ফসল Covishield। এই প্রকল্পে তাদের সহযোগী হয়েছিল ভারতের সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধে এ দেশে তারা কোভিশিল্ড (Covishield) উৎপাদন করছে।

এখন COVID টিকা আরও সস্তা, জানুন Oxford-এর Covishield-এর নতুন দাম..
খোলা বাজারে Covishield-এর দাম কত হতে পারে? সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছিলেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। তিনি বলেছেন, 'সাধারণ বাজারে এই ভ্যাকসিনের দাম হতে পারে ১ হাজার টাকা। ফলে বেসরকারি বাজার থেকে যাঁরা এই ভ্যাকসিন কিনতে চান তাঁদের এই দামে কিনতে হতে পারে।

যদিও ভারত সরকারকে খুব সস্তায় কোভিড ভ্যাকসিন বিক্রি করছে সেরাম ইনস্টিটিউট। বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি হাতে নিয়েছে ভারত সরকার। গত 16 এপ্রিল থেকে এদেশে শুরু হয়েছে Covid-19 টিকাকরণ প্রক্রিয়া। প্রথম দফায় হেল্থকেয়ার এবং ফ্রন্ট লাইন কর্মীদের টিকাকরণ হয়েছে। প্রথম দফার জন্য গত জানুয়ারিতে ভারত সরকারকে Covishield-এর প্রতিটি ডোজের জন্য গুণতে হয়েছিল 210 টাকা। কিন্তু দ্বিতীয় দফায় Covishield-এর প্রত্যেক ডোজের দাম হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 150 টাকা। এর সঙ্গে 5 শতাংশ GST যুক্ত হচ্ছে। যার পরে দাম দাঁড়াচ্ছে 157 টাকা 50 পয়সা।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল