অ্যাপশহর

FD Interest Rates: FD- তে বাড়ল সুদ, 44 কোটি গ্রাহককে সুখবর দিল SBI!

FD Interest Rates বাড়াল SBI। সুদের হার বেড়েছে একটি মাত্র শর্ট টার্ম ডিপোজিট ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে। সুদের হার সবথেকে বেশি বেড়েছে 5-10 বছরের জন্য। 44 কোটি গ্রাহকের জন্য সুখবর। সাম্প্রতিককালে একাধিক ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যাঙ্ক হল SBI- ও। এই পরিমাণ সুদের হার বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি হবেন গ্রাহকেরা।

Produced byAkash Chatterjee | EiSamay.Com 23 May 2022, 12:00 pm
গ্রাহকদের বিরাট সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI। ফিক্সডে (Fixed Deposit) সুদের হার বাড়াল দেশের সর্বোচ্চ রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI। সাম্প্রতিককালে বেশ কিছু ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে। সেই তালিকায় নাম লেখাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI।
EiSamay.Com SBI FD Interest Rates
FD Interest Rates (প্রতীকী ছবি)


ফিক্সড ডিপোজিট ( Fixed Deposit) বা FD গ্রাহকদের কাছে এখনও শেষ আশ্রয় বা ভরসার জায়গা। দেশে একাধিক বিনিয়োগ মাধ্যম এলেও, ফিক্সডে ভরসা হারাতে পারেননি অধিকাংশ গ্রাহক। অধিকাংশ বিনিয়োগমাধ্যমে ঝুঁকি প্রবল। কিন্তু FD ঝুঁকিহীন। তাই Fixed Deposit এর দিকেই ঝুঁকে থাকেন সাধারণ মধ্যবিত্ত। উপরন্তু, তা যদি হয় দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তবে তো আর কথাই নেই। এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা যা, তাতে একটা বড় অংশের গ্রাহকই উপকৃত হতে পারেন।

Read More: undefined

কোন ক্ষেত্রে সুদের হার বাড়ল না?

7-46 দিনের জন্য যে টার্ম ডিপোজিট ( Term Deposit), সেই টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়ায়নি SBI। অর্থাৎ শর্ট টার্ম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোনও সুদের হার বাড়েনি।

কোন ক্ষেত্রে সর্বোচ্চ সুদ?

2 বছরের বেশি কিন্তু তিন বছরের কম, এই ধরনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার 65 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত, 100 বেসিস পয়েন্ট বৃদ্ধি মানে 1% সুদের হার বৃদ্ধি। এক্ষেত্রে 1% বৃদ্ধি পায়নি সুদের হার। তার কিছু কমই বেড়েছে সুদ। সবথেকে বেশি সুদের হার বেড়েছে অবশ্য পাঁচ থেকে দশ বছরের জন্য যে FD- তার ক্ষেত্রে। সুদের হার আগে ছিল 3.9%। যা বেড়ে হয়েছে 4.5%।

Read More: undefined

কবে থেকে কার্যকরী সুদ?

সুদের হার ইতিমধ্যেই কার্যকরী হয়ে গিয়েছে। মে মাসের 10 তারিখ থেকেই নয়া সুদ জারি করা হয়েছে।

কারা পাবেন বর্ধিত সুদ?


যাদের SBI-এ অ্যাকাউন্ট রয়েছে, এবং যাঁদের FD রয়েছে বর্তমানে একইসঙ্গে যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলেছেন, তাঁরা সুদ পাবেন।

Read More:
SBI অ্যাকাউন্টের সঙ্গে PAN কার্ড লিঙ্ক করবেন কী ভাবে? পদ্ধতি জানুন….
লেখকের সম্পর্কে জানুন
Akash Chatterjee

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল