অ্যাপশহর

৫% জিডিপি বৃদ্ধি দেখছে স্টেট ব্যাঙ্ক

এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ, ওইসিডি সকলেই চলতি অর্থবছরে ভারতের বৃদ্ধির অনুমান কমিয়ে ৬% নামিয়ে এনেছিল।

EiSamay.Com 13 Nov 2019, 1:23 pm
এই সময় ডিজিটা ডেস্ক: চলতি অর্থবছরের শুরুতে (এপ্রিল মাসে) দেশের অর্থনীতি ৭.২% বাড়বে বলে জানিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তার ছ’মাস পেরোতে না পেরোতেই আরবিআই ওই অনুমান ৬.১% নামিয়ে আনে অক্টোবরে ঋণনীতি ঘোষণার সময়। মঙ্গলবার দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই) এক রিসার্চ রিপোর্টে জানিয়েছে, চলতি অর্থবছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার হবে ৫%! চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) অর্থনীতির বৃদ্ধির হার গত ছ’বছরের তলানি ৫% নেমে এসেছিল। এসবিআই রিসার্চ রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বৃদ্ধির হার আরও কমে ৪.২% হতে পারে!
EiSamay.Com Sbi can foresee a 5 percent gdp hike
জিডিপি বৃদ্ধি


এই পরিসংখ্যান থেকেই পরিস্কার, ভারতীয় অর্থনীতির দুর্দশা গভীর থেকে গভীরতর হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই সঙ্কটের মেঘ কেটে যাওয়ার কোনো লক্ষণ নেই। এই সঙ্কট এখন এতোটাই গভীর ও পরিব্যাপ্ত যে রিজার্ভ ব্যাঙ্ক টানা পাঁচবার সুদের হার কমানো ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্পোরেট সংস্থাগুলির জন্য করের হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনা সহ একগুচ্ছ পদক্ষেপ করা সত্ত্বেও অর্থনীতিতে গতি আনা যায়নি।

দীর্ঘদিন ধরে গাড়ি শিল্পে মন্দা, বুনিয়াদি শিল্পে উৎপাদন সংকোচন, নির্মাণ ও পরিকাঠামো শিল্প বিনিয়োগ কমে আসা প্রভৃতি কারণে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে অর্থনীতির বৃদ্ধির হার ৪.২% নেমে আসতে পারে বলে এসবিআই রিসার্চ রিপোর্টে বলা হয়েছে। উল্লেখ্য, এ মাসেই জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জিডিপির সরকারি পরিসংখ্যান প্রকাশ হবে।

এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ, ওইসিডি সকলেই চলতি অর্থবছরে ভারতের বৃদ্ধির অনুমান কমিয়ে ৬% নামিয়ে এনেছিল।

এসবিআই রিপোর্টে বলা হয়েছে, ‘যে ৩৩টি অর্থনৈতিক সূচক আমরা নিরন্তর পর্যবেক্ষণ করি সেগুলি এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৬৫% বেড়েছিল। কিন্তু, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ওই হার ২৭% নেমে আসে। এ ছাড়া, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক ও পাঞ্জাব সহ বহু রাজ্যে খারিফ চাষে প্রচুর ক্ষতি হয়েছে। এর প্রভাব কৃষিক্ষেত্রের বৃদ্ধিতে পড়বে। সবমিলিয়ে পুরো অর্থবছরে দেশের অর্থনীতির বৃদ্ধির হার ৫% হবে বলে আমাদের অনুমান।’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল