অ্যাপশহর

Saral Jeevan Bima: ১ জানুয়ারি সরল জীবন বিমা লঞ্চ করল IRDAI, যা জানা প্রয়োজন

নতুন বছরে 'সরল জীবন বিমা' চালু করল IRDAI। এটি একটি নন-লিংকড, নন-পার্টিসিপেটিং রিস্ক প্রিমিয়াম জীবন বিমা পলিসি।

EiSamay.Com 2 Jan 2021, 2:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতিতে মেয়াদি বিমা বা টার্ম ইনসিওরেন্সের (Saral Jeevan Bima) গুরুত্ব টের পেয়েছে আমজনতা। এক সময় যাঁরা বিমাকে 'অপ্রয়োজনীয় খরচ' মনে করতেন, তাঁরা এ নিয়ে খোঁজখবর নিয়েছেন এজেন্টদের কাছে অথবা গুগলে। সদ্য শেষ হওয়া ২০২০ সালে গুগলে যে সমস্ত বিষয়ের খোঁজ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম 'টার্ম ইনসিওরেন্স'। সার্চ তালিকায় এটি একেবারে উপরের দিকে।
EiSamay.Com money 1
প্রতীকী ছবি


এবং এই কঠিন সময়ে দেশের বিমা ক্ষেত্রে একের পর এক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। একের পর এক নতুন পণ্য লঞ্চ করা হয়েছে। সরল হয়েছে পদ্ধতি। করোনা কবচ, করোনা রক্ষক এবং আরোগ্য সঞ্জীবনী'র মতো নতুন পণ্য লঞ্চ করা হয়েছে। সেইসঙ্গে বিমা কেনার সময় শর্ত ও পলিসি বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য সরল করা হয়েছে নিয়মাবলী।

নানা ধাক্কা সামলে ২০২১-এ পা রাখল দেশ! আজ থেকেই বদলে গিয়েছে এই সব নিয়ম...
সেই পথ ধরে ১ জানুয়ারি থেকে IRDAI 'সরল জীবন বিমা' চালু করেছে। এটি একটি নন-লিংকড, নন-পার্টিসিপেটিং বিমা পলিসি। কেমন হবে সেই বিমা? সমস্ত বিমা সংস্থাকে একই কভারেজ বা নির্ধারিত কিছু বিষয়ের উপর বিমার সুবিধা দিতে হবে এবং বিমা প্রকল্পের বয়ানের ভাষাও একই হতে হবে। সাধারণের মধ্যে জীবন বিমা কেনার চাহিদা আরও বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে নিয়ামক সংস্থাটি।

১৮ বছর থেকে ৬৫ বছর বয়সীরা এই সাধারণ বিমার সুযোগ পাবেন। সর্বোচ্চ মেয়াদ ৭০ বছর বয়স। যার অর্থ কোনও ব্যক্তির বয়স ৭০ বছর হলে স্বাভাবিক নিয়মে বিমার মেয়াদ শেষ হয়ে যাবে। 'সরল জীবন বিমা'র মেয়াদ ন্যূনতম ৪ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। এর আওতায় বিমা রাশির পরিমাণ ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল