অ্যাপশহর

বেসরকারি সতীর্থদের দশ ভাগের এক ভাগের কম বেতন এসবিআই প্রধানের

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে যা মাইনে পেতেন তা নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি রঘুরাম রাজন৷

EiSamay.Com 26 Jun 2017, 11:22 am
এই সময়: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে যা মাইনে পেতেন তা নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি রঘুরাম রাজন৷ মাসে ১, ৯৮ ,৭০০ টাকা পারিশ্রমিকে আর যাই হোক রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্বে কোনও যোগ্য ও দক্ষ ব্যক্তি পাওয়া কঠিন , সে কথা গত অগস্টে এক ব্যাঙ্কিং সম্মেলনে প্রকাশ্যেই বলেন রাজন৷
EiSamay.Com salary of sbi chairman is too meagre compare to private bank heads
বেসরকারি সতীর্থদের দশ ভাগের এক ভাগের কম বেতন এসবিআই প্রধানের


রাজনের ওই কথার অনুরণন যদি স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের গলাতেও শোনা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই৷ বাস্তবিক , রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সর্বোচ্চ পরিচালন স্তরে পারিশ্রমিক বেসরকারি সংস্থাগুলির তুলনায় এতোটাই কম যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে , বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও পেশাদার করে তুলতে বাইরে থেকে দক্ষ, পেশাদার সিইও নিয়োগ করা কঠিন৷ স্টেট ব্যাঙ্কের কথাই ধরা যাক৷

ভারতীয় মহিলা ব্যাঙ্ক ও আরও পাঁচ সহযোগী ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর ভারতীয় স্টেট ব্যাঙ্ক এখন বিশ্বের সবচেয়ে বড় ৫০টি ব্যাঙ্কের অন্যতম৷ অথচ , ২০১৬ -১৭ অর্থবছরে স্টেট ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য যা পারিশ্রামিক পেয়েছিলেন সেটা বেসরকারি ব্যাঙ্কগুলিতে নিযুক্ত তাঁর সতীর্থদের বেতনের এক -দশমাংশেরও কম!

বিভিন্ন ব্যাঙ্কের ২০১৬ -১৭ অর্থবছরের বার্ষিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় , ওই বছর এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য পারিশ্রমিক পেয়েছিলেন ২৮ .৯৬ লক্ষ টাকা৷ তুলনায় , আইসিআইসিআই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও চন্দা কোছার পেয়েছিলেন ৭ .২৯ কোটি টাকা৷ অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিখা শর্মা পেয়েছিলেন ৫ কোটি টাকারও বেশি৷ ইয়েস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও রানা কাপুর পেয়েছিলেন ৬.৮ কোটি টাকা৷ আর , এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরী পেয়েছিলেন ১০ কোটি টাকা!

যোগ্য ব্যক্তিরা কেন যোগ দেবেন রাষ্ট্রায়ত্ত সংস্থায় ? গত বছর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মুম্বইয়ে এক ব্যাঙ্কিং সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেছিলেন , ‘আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে নীচু তলার কর্মীরা তুলনামূলকভাবে বেশি বেতন পান , আর সর্বোচ্চ পরিচালন স্তরে মাইনে কম৷ সেই কারণেই , রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে উঁচু তলায় বাইরে থেকে নিয়োগের জন্য যোগ্য ও দক্ষ ব্যক্তি পাওয়া এতো কঠিন৷ ’রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও পেশাদার করে তুলতে অনেক পরিকল্পনাই করেছে নরেন্দ্র মোদীর সরকার৷ যেমন , ব্যাঙ্কগুলির পরিচালনার জন্য বাইরে থেকে পেশাদার সিইও নিয়োগ করা , ছোট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করে সারা দেশে মাত্র পাঁচ-ছ’টি বড় ব্যাঙ্ক রাখা প্রভৃতি৷

ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো বেশ কয়েকটি ব্যাঙ্কে বাইরে থেকে পেশাদার সিইও নিযুক্ত হয়েছে , ভারতীয় স্টেট ব্যাঙ্কের সঙ্গে সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের ফলে এসবিআই এখন বিশ্বের সবচেয়ে বড় ৫০টি ব্যাঙ্কের অন্যতম৷ কিন্ত্ত, গোড়ায় গলদ রয়েই গিয়েছে৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল