অ্যাপশহর

দ্রুত ছন্দে ফিরছে ভারতীয় অর্থনীতি, ১০% বৃদ্ধির পূর্বাভাস S&P-র রিপোর্টে

ভারতীয় অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ২০২১-২২ আর্থিক বছরে দেশের অর্থনীতি ১০% বৃদ্ধি পাবে। পূর্বাভাসে এমনই আশার কথা জানিয়েছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস গ্লোবাল রেটিংস (S&P) । পাশাপাশি সরকারকে করয়েকটি সতর্কবাণীও শুনিয়েছে এই আন্তর্জাতিক রেটিং সংস্থা।

Ei Samay 17 Feb 2021, 1:15 pm
এই সময়: কোভিড সঙ্কট কাটিয়ে জোর কদমে ছন্দে স্বাভাবিক ফিরছে ভারতীয় অর্থনীতি। মঙ্গলবার এই মন্তব্য করে এক রিপোর্টে আন্তর্জাতিক রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস গ্লোবাল রেটিংস (S&P) জানিয়েছে, আগামী এপ্রিল থেকে শুরু হতে চলা অর্থবছরে ভারতীয় অর্থনীতি ১০% বৃদ্ধি পাবে।
EiSamay.Com gdp
প্রতীকী ছবি


তবে সংস্থাটি মনে করে, অর্থনীতির দ্রুত সেরে ওঠার জন্য এখন যেটা প্রয়োজন তা হল, দেশের ১৪০ কোটি মানুষকে দ্রুত কোভিড টিকা দেওয়া নিশ্চিত করা। দেশের কোভিড সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী থাকা, কৃষি ক্ষেত্রে বৃদ্ধি সমান জারি থাকা এবং সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ায় আগামী বছর অর্থনীতি দ্রুত লয়ে ছন্দে ফিরবে বলে সংস্থাটি মনে করে।

ভারত সরকারের বিরুদ্ধে মার্কিন কোর্টে মামলা, ₹৮৭৪১ কোটি ক্ষতিপূরণ দাবি!
তবে, এসঅ্যান্ডপি'র সতর্কবাণী হল, এই বৃদ্ধি জারি রাখতে হলে সরকারকে আরও অনেকগুলো কাজ ঠিকঠাক করতে হবে। তার মধ্যে অন্যতম হল, দেশের ১৪০ কোটি মানুষের গণটিকাকরণ।

এ প্রসঙ্গে সংস্থাটির বক্তব্য, 'ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকায় আরও বেশি সংক্রামক কোভিড-১৯ ভাইরাসের আবির্ভাব ঘটেছে, যা টিকার প্রতিষেধকে বুড়ো আঙুল দেখাতে পারে। অর্থনীতির সেরে ওঠার পক্ষে এটা অন্যতম বড় বাধা হতে পারে।'

তা ছাড়া, বিশ্বের অন্যান্য দেশগুলি যদি উপযুক্ত সময়ের আগে তাদের কোভিড ত্রাণ প্যাকেজ গুটিয়ে নিতে শুরু করে সে ক্ষেত্রেও বিশ্ব অর্থনীতিতে নতুন করে টালমাটাল অবস্থা তৈরি করতে পারে।

১ ফেব্রুয়ারি ঘোষিত কেন্দ্রীয় বাজেট দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়ক হবে মন্তব্য করে রেটিং সংস্থাটি জানিয়েছে, সরকারের বিশাল রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখার জন্য অর্থনীতির দ্রুত সেরে ওঠা এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি অত্যন্ত জরুরি।

সংস্থাটির হিসাব, কোভিড মহামারী এবং লকডাউনের কারণে দেশকে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ১০% হারাতে হয়েছে, যা দীর্ঘদিন পূরণ করা সম্ভব হবে না।

ডিসেম্বর মাসে ঋণনীতি ঘোষণার সময় রিজার্ভ ব্যাঙ্কও জানিয়েছিল, ২০২১-২২ অর্থবছরে দেশের জিডিপি ১০.৫% বৃদ্ধি পাবে বলে তার অনুমান করছে।

কোভিড ও লকডাউনের কারণে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশের জিডিপি ২৩.৯% সঙ্কুচিত হয়েছিল। পরের ত্রৈমাসিকেও অর্থনীতি ৭.৫% সঙ্কুচিত হয় এবং পরপর দু'টি ত্রৈমাসিকে সঙ্কোচনের ফলে সংজ্ঞা অনুযায়ী ভারতীয় অর্থনীতি তাত্ত্বিকভাবে 'মন্দা'র কবলে পড়ে।

অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জিডিপি পরিসংখ্যান আগামী ২৬ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা। জাপানি ব্রোকারেজ সংস্থা নোমুরা মনে করে, ওই ত্রৈমাসিকে অর্থনীতি সামান্য হলেও বৃদ্ধির পথে ফিরবে এবং জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকেও ওই বৃদ্ধির হার জারি থাকবে।

নোমুরার মতে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে আমরা ১.৫% এবং জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকেও ২.১% বৃদ্ধি পাবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল