অ্যাপশহর

চাকরি দেওয়ার ম্যাপ বদলে দিচ্ছে RPG! নিজের চাকরি নিজে পান

চিরাচরিত প্রথাগত নিয়োগ পদ্ধতি থেকে বেরিয়ে একেবারে অন্য রকম ভাবে নিয়োগের পথে হাঁটছে সংস্থাটি।

EiSamay.Com 30 Jan 2018, 6:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যুগ বদলাচ্ছে। বদলাচ্ছে কাজের ধরন। কর্পোরেট সংস্থাগুলিতে বেশির ভাগ ক্ষেত্রেই টিপিক্যাল পুরনো কর্মসংস্কৃতির আমূল পরিবর্তন হয়েছে। ব্যাপক বদলের হাওয়া RPG গোষ্ঠীতেও। চিরাচরিত প্রথাগত নিয়োগ পদ্ধতি থেকে বেরিয়ে একেবারে অন্য রকম ভাবে নিয়োগের পথে হাঁটছে সংস্থাটি।
EiSamay.Com rpg group is hiring in the most unconventional way here is how
চাকরি দেওয়ার ম্যাপ বদলে দিচ্ছে RPG! নিজের চাকরি নিজে পান


চাকরির বিজ্ঞাপন দেখে আবেদনপত্র পাঠিয়ে, তারপর ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার ডাকের অপেক্ষা। না... আর নয়। 'স্মার্ট' RPG গোষ্ঠী কর্মী নিয়োগের জন্য খুলে ফেলল একটি মাইক্রোসাইট। সেই সাইটে চাকরিপ্রার্থীরা নিজেদের সম্পর্কে বিস্তারিত বলে জাস্ট একটি ভিডিয়ো আপলোড করে দিলেই কেল্লাফতে।

সেই ভিডিয়ো দেখেই RPG গোষ্ঠী বাছাই করে বিভিন্ন পদে নিয়োগ করবে। স্মার্টফোন বা ল্যাপটপ, ডেস্কটপ-এই মাইক্রোসাইট-টি খুলে যে কোনও সময় নিজের সম্পর্কে জানিয়ে ভিডিয়ো আপলোড করতে পারবেন প্রার্থীরা। লিঙ্কটি হল, campus.rpggroup.com।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল