অ্যাপশহর

স্টার্ট আপে নজর সঞ্জীব গোয়েঙ্কার, বাড়াবে লগ্নির অংক

স্টার্ট-আপ সংস্থায় লগ্নি পরিকল্পনার পাশাপাশি অধিগ্রহণ পথে ব্যবসা সম্প্রসারণ করছে সিইএসসি ভেঞ্চার্স। সম্প্রতি তারা আয়ুর্বেদিক ওষুধ ও পণ্য নির্মাতা সংস্থা হার্বোল্যাব ইন্ডিয়া-তে সংখ্যাগরিষ্ঠ মালিকানা অধিগ্রহণ করেছে। ওই সংস্থা 'ডক্টর বৈদ্যজ' ব্র্যান্ড নামে আয়ুর্বেদিক ওষুধ ও পণ্য বিক্রি করে।

EiSamay.Com 20 Jul 2019, 12:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সদ্যোজাত সংস্থা বা স্টার্ট-আপ-এ লগ্নি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিইএসসি ভেঞ্চার্স। কলকাতার আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর এই সংস্থা মূলত ক্রেতা ভোগ্যপণ্য ক্ষেত্রে উদ্ভাবনী ১০ থেকে ২০টি স্টার্ট-আপ সংস্থায় বিনিয়োগ করবে। এজন্য এই খাতে তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি করা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার আইটিসি ভোগ্যপণ্য ক্ষেত্রে উদ্ভাবনী এক বা একাধিক স্টার্ট-আপ সংস্থায় সরাসরি লগ্নি করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
EiSamay.Com final


এদিন সিইএসসি ভেঞ্চার্স-এর প্রথম বার্ষিক সাধারণ সভার ফাঁকে সংস্থার ডিরেক্টর শাশ্বত গোয়েঙ্কা বলেন, 'প্রাথমিকভাবে এফএমসিজি ক্ষেত্রে ১০ থেকে ২০টি স্টার্ট-আপ সংস্থায় আমরা লগ্নি করার কথা ভাবছি। আমরা ওই সংস্থাগুলিতে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসাবে বিনিয়োগ করব। যে সংস্থাগুলিতে আমরা লগ্নি করব সেগুলি অধিগ্রহণের কোনও ইচ্ছা বা পরিকল্পনা আমাদের নেই।'

স্ন্যাকস্ সংস্থা গিল্টফ্রি ইন্ডাস্ট্রিজ-এর মালিক সিইএসসি ভেঞ্চার্স। গত অর্থ বছরে সিইএসসি ভেঞ্চার্স-এর মোট আয় হয়েছে ৩৫৮ কোটি ৪৪ লক্ষ টাকা। আগামী পাঁচ থেকে সাত বছরে তা ১০,০০০ কোটি টাকাতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে শাশ্বত জানিয়েছেন।

স্টার্ট-আপ সংস্থায় লগ্নি পরিকল্পনার পাশাপাশি অধিগ্রহণ পথে ব্যবসা সম্প্রসারণ করছে সিইএসসি ভেঞ্চার্স। সম্প্রতি তারা আয়ুর্বেদিক ওষুধ ও পণ্য নির্মাতা সংস্থা হার্বোল্যাব ইন্ডিয়া-তে সংখ্যাগরিষ্ঠ মালিকানা অধিগ্রহণ করেছে। ওই সংস্থা 'ডক্টর বৈদ্যজ' ব্র্যান্ড নামে আয়ুর্বেদিক ওষুধ ও পণ্য বিক্রি করে। অন্য দিকে, চলতি অর্থ বছরে ভারতের বিভিন্ন জায়গায় আরও ২০ থেকে ৩০টি বিপণি বাড়ানোর পরিকল্পনা করেছে আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর অপর সংস্থা স্পেনসার্স।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল