অ্যাপশহর

১৫ মাসে সর্বোচ্চ, খুচরো মুদ্রাস্ফীতি বাড়ল ৪.৮৮%

লাফিয়ে বাড়ল খুচরো মুদ্রাস্ফীতির হার। গত নভেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়াল ৪.৮৮% যা ২০১৬ সালের এই পর্বে ছিল ৩.৬৩%।

EiSamay.Com 12 Dec 2017, 6:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লাফিয়ে বাড়ল খুচরো মুদ্রাস্ফীতির হার। গত নভেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়াল ৪.৮৮% যা ২০১৬ সালের এই পর্বে ছিল ৩.৬৩%।
EiSamay.Com retail inflation surges to 15 month high of 4 88 on food price breaches rbi target
১৫ মাসে সর্বোচ্চ, খুচরো মুদ্রাস্ফীতি বাড়ল ৪.৮৮%


মঙ্গলবার প্রকাশিত সরকারি রিপোর্টে দেখা গিয়েছে, গত ১৫ মাসের মধ্যে এবারই সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার। এমনকি নভেম্বর মাসের সুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কের মধ্যবর্ষীয় টার্গেট ৪% ছাপিয়ে গিয়েছে।

উল্লেখ্য, বিশ্ববাজারে তেলের দাম এবং আন্তর্দেশীয় বাজারে সবজির মূল্য বাড়ার সঙ্গে সঙ্গেই মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা করা গিয়েছিল। তার জেরে মুদ্রাস্ফীতির হার ৪.২০% হতে পারে বলে পূর্বাভাস করেছিল রয়টার্স। আগামী দুই কোয়ার্টারের জন্য মুদ্রাস্ফীতির হার ৪.২-৪.৬ শতাংশ থেকে বেড়ে ৪.৩-৪.৭ শতাংশের পূর্বাভাস করে রিজার্ভ ব্যাঙ্কও। মঙ্গলবার প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির জেরেই খুচরো মূদ্রাস্ফীতির হার বেড়েছে।

ইন্ডিয়া রেটিংস-এর ডিরেক্টর অর্থনীতিবিদ সুনীল সিনহার মতে, 'আশাতিরিক্ত গতিতে বেড়েছে মুদ্রাস্ফীতির হার। ক্রমে মূল্যবৃদ্ধির প্রভাবে অস্বাভাবিক চাপ বোঝা যাচ্ছে।'

এইচ ডি এফ সি ব্যাঙ্কের অর্থনীতিবিদ তুষার অরোরা জানিয়েছেন, 'চলতি অর্থবর্ষে সবজির মূল্যবৃদ্ধি অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়েছে। আমরা আশা করছি ২০১৮ এবং ২০১৯ অর্থবর্ষেও মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের বেশি থাকবে।'

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল