অ্যাপশহর

ছেঁড়া-ফাটা বা দাগি নোট নিয়ে জরুরি ঘোষণা RBI-এর, জানুন...

ছেঁড়া-ফাটা বা দাগ লেগে যাওয়া নোট নিয়ে সাধারণ মানুষের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এবার থেকে খুব সহজে এই ধরনের নোট বদলে ফেলা যাবে। কীভাবে? রইল জরুরি তথ্য।

EiSamay.Com 24 Mar 2021, 11:19 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ছেঁড়া-ফাটা নোট নিয়ে অনেক সময় সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। এমনকী, নোটের উপরে লেখা বা কোনও দাগ থাকলেও অনেকেই তা নিতে অস্বীকার করেন। বিভিন্ন ব্যাঙ্কের শাখায়ও অনেক সময় এই ধরনের নোট নিতে অস্বীকারের ঘটনাও ঘটে। ফলে হয়রানির অন্ত থাকে না। এই ঝঞ্ঝাট থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বড় সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে খুব সহজেই ছেঁড়া-ফাটা বা দাগ লাগা নোট বদলে ফেলা যাবে।
EiSamay.Com note f
প্রতীকী ছবি


সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও ব্যাঙ্ক সাধারণ মানুষের থেকে ছেঁড়া ফাটা, ময়লা বা দাগ লাগা কারেন্সি নোট নিতে অস্বীকার করতে পারবে না। এমনকী, সংশ্লিষ্ট ব্যক্তি ওই ব্যাঙ্কের গ্রাহক না হলেও তিনি যদি এই ধরনের টাকা বদলে নিতে আসেন তবে তাঁকে ফেরানো যাবে না।

ছেঁড়া-ফাটা নোট (ছবি সৌজন্যে: RBI ওয়েবসাইট)


RBI-এর বিজ্ঞপ্তি অনুসারে, কোনও টাকা বদলে ফেলার আগে দেখতে হবে সেটি নষ্ট হয়ে গিয়েছে নাকি কোনও দাগ আছে। যদি দেখা যায়, কোনও নোটের গায়ে দাগ আছে তবে ব্যাঙ্কের কাউন্টারে সেটি গ্রহণ করতে বাধ্য। এবং সম মূল্যের অর্থ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। আর ছেঁড়া-ফাটা নোট যে কোনও ব্যাঙ্কের শাখার মাধ্যমে বদলে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে RBI-এর যে বিধি আছে সেই অনুসারে নোট বদল করতে হবে।

এমনকী কোনও নোট টুকরো হয়ে গেলে বা তার কোনও অংশ ছিঁড়ে গেলেও তা বদলে ফেলা যাবে। তবে কোনও নোটের কোনও অংশ পুড়ে গেলে বা কোনও অংশ আঠা দিয়ে জোড়া থাকলে সেটি সাধারণ বাণিজ্যিক ব্যাঙ্কের মাধ্যমে বদলে নেওয়া যাবে না। এই ধরনের নোট রিজার্ভ ব্যাঙ্কে আনতে হবে এবং সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত অফিসার এই ধরনের নোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এছাড়া কোনও ছেঁড়া-ফাটা বা দাগি নোটের উপরে Pay/Paid বা Reject স্ট্যাম্প থাকলে সেগুলিও ব্যাঙ্কে বদলে ফেলা যাবে না। যে নোটের উপরে এমন স্ট্যাম্প থাকে সেটি কেটে ফেলাই নিয়ম।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল