অ্যাপশহর

JIO-দাবি, এয়ারটেল-ভোডা-আইডিয়াকে শাস্তি দেওয়া হোক

লাইসেন্স ফিতে বড় রকমের কারচুপি করেছে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া। এই অভিযোগ তুলে এই তিন সংস্থার কড়া শাস্তি চাইছে রিলায়্যান্স জিও ইনফোকম।

EiSamay.Com 23 May 2017, 4:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লাইসেন্স ফিতে বড় রকমের কারচুপি করেছে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া। এই অভিযোগ তুলে এই তিন সংস্থার কড়া শাস্তি চাইছে রিলায়্যান্স জিও ইনফোকম। সংস্থার পক্ষে জানানো হয়েছে, চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে সরকারের ঘরে প্রায় ৪০০ কোটি টাকা কম লাইসেন্স ফি জমা দিয়েছে সংস্থাগুলি। তাই এই তিন সংস্থাকে বড় জরিমানা করা হোক। এমনকী এদের লাইসেন্স বাতিল করার পক্ষেও কথা বলেছে জিও।
EiSamay.Com reliance jio wants airtel vodafone idea penalised over licence fee
JIO-দাবি, এয়ারটেল-ভোডা-আইডিয়াকে শাস্তি দেওয়া হোক


এই মর্মে টেলিকম মন্ত্রককে চিঠিও দিয়েছে তারা। চিঠিতে দাবি করেছে, এই তিন বড় টেলিকম সংস্থার বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে দেখা হোক। জিও-র দাবি, এরা ইচ্ছে করে কম লাইসেন্স ফি জমা করেছে যা লাইসেন্স নিয়ম বহির্ভূত। এখনই ব্যবস্থা না নিলে এটা একটা বাজে উদাহরণ হিসাবে থেকে যাবে।

প্রতি তিন মাস অন্তর অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ-র (AGR) ওপর হিসেব করে এই লাইসেন্স ফি জমা দিতে হয় সংস্থাগুলিকে। নিয়ম হচ্ছে, যদি AGR-র ওপর হিসেব করা লাইসেন্স ফি গত ত্রৈমাসিকের লাইসেন্স ফি-র তুলনায় কম হয় তবে আগের ত্রৈমাসিকের ফি জমা দিতে হবে। জিও-র দাবি, চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে যে ফি ওই সংস্থাগুলি জমা দিয়েছে তা আগের ত্রৈমাসিকে জমা দেওয়ার ফি-র চেয়ে কম। যেটা নিয়মমতো কখনই সম্ভব নয়। বেশ কিছু দিন ধরে টেলিকম সংস্থাগুলি কেন্দ্রকে অনুরোধ করছিল যাতে শুধুমাত্র AGR-এর ওপর ভিত্তি করেই লাইসেন্স ফি নেওয়া হয়। আর্থিক অবস্থার অবনতিকেই এর কারণ হিসাবে দেখিয়েছিল তারা। এখনও জানা যায়নি যে এই নিয়ম লাগু হয়েছে কিনা।

এয়ারটেল এ নিয়ে কোনও মন্তব্য না করলেও ভোডাফোন টেলিকম সংস্থাগুলির এবং কেন্দ্রের রেভেনিউ কম হওয়ার পেছনে জিও-র নীতিকেই দুষছে। সংস্থার তরফে এক মুখপাত্র জানান, ট্যারিফ রেগুলেশনের বিরুদ্ধে গিয়ে একের পর এক প্ল্যান চালু করে জিও। যার জন্য গোটা ইন্ডাস্ট্রি প্রচুর লোকসান সহ্য করেছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল