অ্যাপশহর

ছয় টাটা ট্রাস্টের রেজিস্ট্রেশন বাতিল

ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। ওই বছর কেন্দ্রীয় সরকারের শীর্ষ হিসাব পরীক্ষক সিএজি তাদের রিপোর্টে জানিয়েছিল, এই ট্রাস্টগুলি ৩,১৩৯ কোটি টাকার নিয়মবর্হিভূত বিনিয়োগ করেছে এবং ট্রাস্ট হিসাবে তাদের করছাড় দেওয়ার সরকারের ১,০৬৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।

EiSamay.Com 4 Nov 2019, 4:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ছয়টি টাটা ট্রাস্টের রেজিস্ট্রেশন বাতিল করল আয়কর দপ্তর। গত ৩১ অক্টোবর জামশেদজি টাটা ট্রাস্ট, আরডি টাটা ট্রাস্ট, টাটা এডুকেশন ট্রাস্ট, টাটা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, সার্বজনিক সেবা ট্রাস্ট ও নভজবাই রতন টাটা ট্রাস্ট-এর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ জারি করেছে মুম্বইয়ের আয়করের প্রিন্সিপাল কমিশনার। রেজিস্ট্রেশন বাতিলের অর্থ, ট্রাস্টগুলিকে তাদের আয়ের উপর কর দিতে হবে।
EiSamay.Com D7


ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। ওই বছর কেন্দ্রীয় সরকারের শীর্ষ হিসাব পরীক্ষক সিএজি তাদের রিপোর্টে জানিয়েছিল, এই ট্রাস্টগুলি ৩,১৩৯ কোটি টাকার নিয়মবর্হিভূত বিনিয়োগ করেছে এবং ট্রাস্ট হিসাবে তাদের করছাড় দেওয়ার সরকারের ১,০৬৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে টাটা ট্রাস্টস্-এর তরফে বলা হয়েছে, ‘২০১৫ সালে এই ছয়টি ট্রাস্ট আয়কর আইনের আওতায় তাদের রেজিস্ট্রেশন সমর্পণ করা এবং আয়কর ছাড়ের দাবি না করার আবেদন জানিয়ে করদপ্তরে চিঠি দিয়েছিল। এতদিন পরে রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশে তা কার্যকর হল।...’

টাটা ট্রাস্টস্‌-এর বক্তব্য, ২০১৫ সাল থেকে রেজিস্ট্রেশন বাতিল কার্যকর হওয়া উচিত। বিবৃতিতে বলা হয়েছে, ‘কর দপ্তরের নির্দেশে অবিলম্বে ট্রাস্টগুলির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। কিন্তু, আয়কর দপ্তর থেকে আমরা কোনও ট্যাক্স ডিমান্ড নোটিস পাইনি।’

২০১৮ সালে একটি সংসদীয় কমিটি করদপ্তর যে বিভাগ ট্রাস্টগুলির আয়করছাড়ের বিষয়টি দেখভাল করছিল তাদের হাত থেকে সেই দায়িত্ব সরিয়ে ট্যাক্স অ্যাসেসমেন্ট বিভাগের হাতে ওই দায়িত্ব দেয়। তারপর, গত জুলাইতে ছয়টি টাটা ট্রাস্টকে নোটিস পাঠিয়ে তাদের অ্যাসেসমেন্ট ফের চালু করার কথা জানিয়েছিল আয়কর দপ্তর। সূত্রের খবর, আয়কর দপ্তরে শীঘ্র বকেয়া আয়কর চেয়ে তাদের নোটিস পাঠাবে।

টাটা ট্রাস্টস্‌ জানিয়েছে, তারা নির্দেশ খতিয়ে দেখে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল